সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র খেলা কি শেষ পর্যায়ে? জরুরি বা’র্তা দি’লো WHO

ঠিক 2 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গ্রেব্রেয়েসুস ঘোষণা করেছিলেন মানবজাতির জন্য আপদকালীন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে। এই ঘোষণায় গোটা বিশ্ব তখন মনে মনে প্রমাদ গুনেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এবারে অবশ্য আশার খবর শোনানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন এই বছরই করোনার চূড়ান্ত পর্যায়ের সমাপ্তি ঘোষণা করা যেতে পারে।

তিনি জানিয়েছেন প্রত্যেক দেশের যদি 70 শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয় এবং ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বাড়তি নজরদারি দেওয়া সম্ভব হয় ও সমস্ত রকমের করোনা স্ট্র্যাটেজি প্রয়োগ করা সম্ভব হয় তাহলে এই বছর মহামারী থেকে মুক্তি সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টুইটে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে দু বছর পর 350 মিলিয়ন মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে বিশ্বজুড়ে।

এ পর্যন্ত 5.5 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে মহামারীর কারণে। গত সপ্তাহেও প্রতি তিন সেকেন্ডে 100 জন মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রত্যেক 12 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনাকে সঙ্গে নিয়েই এখন বাঁচতে হবে। তার মানে এই নয় যে করোনাকে বাড়তে দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের তরফ থেকে সকলকে সতর্ক করে বলা হয়েছে এই চূড়ান্ত অতিমারি কবে শেষ হবে তা কার্যত সকলের প্রচেষ্টার উপর নির্ভর করছে। তিনি বলেছেন ওমিক্রন শেষ ভেরিয়েন্ট এটা বলাও বিপদজনক। করোনাকে নিয়ে বাজি ধরা যাবে না। করোনার ফলাফল উপেক্ষা করাও উচিত হবে না বলে তিনি মন্তব্য করেন।