সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন করনি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভী, বয়স হয়েছিল ৮০ বছর

প্রয়াত হলেন লোকেন্দ্র সিং কালভি। তিনি বিখ্যাত করনিসেনার (Karni Sena) প্রতিষ্ঠা করেছিলেন ।সূত্রে খবর , দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের রোগের কারণে অসুস্থ ছিলেন লোকেন্দ্র সিং কালভি। সোমবার রাতেই তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর।

জয়পুরের মান সিং হাসপাতালে অনেকদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর জন্মভূমি নাগৌর গ্রামে। জয়পুরের Sawai Man Singh (SMS) হাসপাতালেই গত বছর জুন মাস থেকে চিকিৎসা চলছিল তাঁর।

সেখানের এক চিকিৎসক অচল শর্মা জানান, ব্রেন স্ট্রোক হয়েছিল লোকেন্দ্র সিং কালভির। প্রসঙ্গত,তিনি রাজস্থানের নাগৌর জেলার কালভি গ্রামে জন্মগ্রহণ করেন । ভৈরন সিং শেখাওয়াত মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি রাজস্থান সরকারের কৃষিমন্ত্রী ছিলেন।

আরো খবর: এই নায়িকারা Underworld ডনের প্রে’মে মজেছিলেন

পরে, তিনি বারমের লোকসভা কেন্দ্র থেকে 1989 সালের সাধারণ নির্বাচনে নবম লোকসভায় নির্বাচিত হন। কালভি চন্দ্র শেখরের ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন এবং ভিপির পতনের পর শেখরের সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি 1991 সালে মন্ত্রিপরিষদ মন্ত্রী হন, জ্বালানি পোর্টফোলিও দেখাশোনা করেন। কালভি রাজস্থানের গ্রামীণ অঞ্চলের পাশাপাশি রাজপুত সম্প্রদায়ের মধ্যেও বিশিষ্ট এবং জনপ্রিয় ছিলেন।