সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুজরাটের বন্দরে আ’ট’ক ২১ হাজার কোটি টা’কা’র মা’দ’ক! আফগানিস্তান থেকে এসেছে বলে দা’বি গোয়েন্দাদের

গুজরাতের মুন্দ্রা বন্দরে সম্প্রতি প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স অফিসাররা দাবি করছেন এদিন বন্দরে তল্লাশি অভিযান চালিয়ে ২১ হাজার কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় সাপ্লাই করার জন্যই ওই বন্দরে মাদক আনা হয়েছিল বলে দাবি পুলিশের। কিন্তু তার আগেই এত বিপুল পরিমাণ মাদক পুলিশের হাতে এসে লেগেছে।

এই মাদক যখন প্রথম পুলিশের হাতে এসে লাগে তখন পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছিল ৩৫০০ কোটি টাকার মতো দাম হতে পারে উদ্ধার হওয়া মাদকের। কিন্তু ৬ দিন ধরে তদন্ত চালানোর পর বাজেয়াপ্ত হওয়া মাদকের সঠিক মূল্য জানতে পারে প্রশাসন। ওই মাদকের সঠিক দাম জানতে পেরে প্রশাসনের চোখ উঠেছে কপালে। ২১ হাজার কোটি টাকা দাম জেনে পুলিশ প্রশাসন হতবাক।

জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য আইএসআই এবং তালিবান একজোট হয়েছে। আফগানিস্তানের আশরাফ গনির সরকার এই মাদকের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেও তালেবান জঙ্গিদের আমলে এই নিষিদ্ধ ব্যবসা আবার শুরু হয়েছে। তালিবানরা আফগানিস্তানে দখল নেওয়ার পরপরই সারা বিশ্বজুড়ে মাদকের রমরমা ব্যবসা শুরু হয়েছে। যে বিপুল পরিমাণে মাদক গুজরাতের বন্দরে ধরা পড়েছে তা অতি উৎকৃষ্ট মানের হেরোইন বলে জানা গিয়েছে পরীক্ষার পর।

তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, বিজয়ওয়াড়ার একটি সংস্থার নামে ভারতে আমদানি করা হয়েছিল এই বিপুল অঙ্কের অর্থের মাদক। TALC স্টোনের নামে আফগানিস্তান থেকে ইরানের বন্দর আব্বাস হয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল এই মাদক। তদন্তকারী অফিসাররা ৪০ টনের দুটি কন্টেনার বাজেয়াপ্ত করা হয়েছে।