সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদানির শে’য়া’রে ধস, LIC-র কি চা’প আ’রো বাড়লো?

আদানি গ্রুপের শেয়ার ডুবলেও ভয় যে কম সেটা জানিয়েছে এল আই সি। গতকাল সোমবার এল আই সির তরফ থেকে বিবৃতিতে তারা এমনটাই জানিয়েছে। আসলে গত কয়েকদিন থেকে একটি খবর উঠে এসেছে যে, স্টক মেনুপুলেশন,বিপুল ঝুকিপূর্ণ ঋণের অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর ওপরে। আর সেটা নিয়েই মানুষের মধ্যে একবড় ভয় কাজ করছিল।

সেটাই এবার দূড় করার জন্য এল আই সির পক্ষ থেকে প্রেস মিটিং এর মাধ্যমে জানানোহয়েছে, উক্ত সংস্থার মোট সম্পদের মাত্র ১% এর কম যুক্ত করা হয়েছে, আর যেটা খুব বেশী ঝুকি নয়। এল আই সি স্পষ্ট জানিয়েছে আদানী গোষ্ঠীর অধীনে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ইক্যুইটি ও ঋণের অধীনে মোট হোল্ডিং এর পরিমাণ ৩৫,৯১৭.৩১ কোটি টাকা।

এদিকে আদানী গোষ্ঠীর গত কয়েক বছরের কেনা ইক্যুটির পরিমাণ ৩০,১২৭ কোটি টাকা। ২৭ জানুয়ারি বাজার বন্ধ থাকায় মোট শেয়ারের মূল্য ছিল ৫৬,১৪২ কোটি টাকা। এদিকে আদানি গ্রুপের অধীনে বিনিয়োগকৃত মোট যে টাকা, তার পরিমাণ এখনও পর্যন্ত ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকা।

আরো খবর: আমাদের দেশে রমর’মি’য়ে চলেছে এই ফিল্মগুলো, তবে বিদেশে নি’ষি’দ্ধ এই ছবিগুলো

তবে এল আই সিরি পক্ষ থেকে জানানো হয়েছে আদানী গোষ্ঠীর সমস্ত ঋণের সিকিউরিটি ক্রেডিট রেটিং AA রয়েছে। দেখা যাচ্ছে আদানি গ্রুপের বেশিরভাগ শেয়ার এখন নিন্মমুখী। তাদের পতন এখনও অব্যাহত রয়েছে।

দেখা গেছে ৩ দিনের মধ্যেই স্টক মার্কেটে ৬৬ বিলিয়ন মার্কিন ডলার একেবারে হাওয়া হয়ে গিয়েছে। তাদের বিবৃতিতেও তেমন একটা কিছু লাভ হয় নি। মার্কিন শর্ট-সেলার হিনডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে এখনও টানা সেল অফ চলছে আদানি গোষ্ঠীর।