সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শান্তনু-র মোবাইলে “Unknown-1” নামে নম্বর সেভ, ED-র হাতে চ’ম’কপ্রদ ত’থ্য

নিয়োগ দুর্নীতি কান্ডে ফেঁসে গিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের সাগরেদ তিনি। হুগলির এই যুবনেতা কয়েক কোটি টাকার দুর্নীতি করেছেন। বহু মাস থেকে এই কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এরপর এক বিস্ফোরক তত্ত্ব হাতে আসছে তদন্তকারী সংস্থার।

হুগলির যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় যে কত বড় রাঘববোয়াল এবার তা ফাঁস করল ইডি। তার মোবাইলে একটি নম্বর তিনি সেভ করে রেখেছিলেন যার সঙ্গে নিয়মিত কথাবার্তা ও বলতেন তিনি। তবে সেই নম্বরটা আননোন ওয়ান বলে সেভ করা।

কে তিনি এবার আদালতে চার্জশিটে বড় তথ্য উন্মোচন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু কথা বলা নয় ইনার সঙ্গে নাকি বিপুল অংকের টাকার লেনদেন হয়েছে। ওই আননোন ব্যক্তি তার পরিচিত আত্মীয়দের চাকরি পাইয়ে দেবেন বলে এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন!

আরো খবর: বাংলায় নি’ষি’দ্ধ হলেও দেশজু’ড়ে কতো আ’য় করলো “The Kerala Story”, ৫ দিনেই ন’জি’র গড়লো ছবি

সমস্ত কথোপকথন চিঠির ফটোকপি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা! ওই ব্যক্তির নাম গুণধর খাড়া! চাকরি করে দেওয়ার নাম করে তিনি সান্তনুকে বিপুল অংকের টাকা পাঠাতেন প্রতিদিন!

ওই ব্যক্তি শান্তনুকে একটি চিঠি লিখেছিলেন। প্রিয় শান্তনু বলে তাকে সম্বোধন করে তিনি টাকা দেবার কথা জানিয়ে দিয়েছিলেন। তার আত্মীয়রা নাকি জমি বিক্রি করে তাকে টাকা দিয়েছেন।

পরে চাকরি না হওয়ায় তার উপরে চাপ দেওয়া হয়েছিল। মোট ২৬ জনকে চাকরি করে দেবার নাম করে তিনি সান্তনুকে এতগুলি টাকা দিয়েছিলেন।