সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বল্পমেয়াদি কৃষিঋণে ভ’র্তু’কি বা’ড়া’তে চলেছে কেন্দ্রীয় সরকার, জানুন বি’স্তা’রে

কেন্দ্রীয় সরকার এবার স্বল্প মেয়াদী কৃষি ঋণের উপরে জোর দিতে চলেছে। কৃষিক্ষেত্রে ঋণ প্রবাহ পর্যাপ্ত করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। বর্তমানে তিন লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষি ঋণের উপরে বার্ষিক ১.৫ শতাংশ সুদের সহায়তার কথা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই প্রস্তাবটি সবুজ সংকেত পেয়েছে।

২০২২ ২৩ অর্থবছরের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যেমন সরকারি খাতের ব্যাংক, বেসরকারি ব্যাংক , ক্ষুদ্র আর্থিক ব্যাংক , আঞ্চলিক গ্রামীণ ব্যাংক , সমবায় ব্যাংক ১.৫ শতাংশ সুদের ভর্তুকি প্রদান করবে। আগামী ২০২৪-২৫ সাল পর্যন্ত কৃষকদের তিন লক্ষ টাকা স্বল্পমেয়াদী কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

সুদের ভর্তুকীর এই বৃদ্ধির জন্য এই স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ পর্যন্ত অতিরিক্ত ৩৪ হাজার ৮৫৬ কোটি টাকা খরচ হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে সুদের সাবভেনশন বৃদ্ধির ফলে কৃষি খাতে ঋণের প্রবাহের স্থায়িত্ব নিশ্চিত হবে।

আরো পড়ুন: অনুব্রতর টা’কা উ’দ্ধা’র নিয়ে মুখ খুললেন দেবাংশু, আয়কর দপ্তরকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা

আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং সমবায় ব্যাংকের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের আর্থিক দৃঢ়তা এবং কার্যকারিতা নিশ্চিত হবে এই ব্যবস্থার মাধ্যমে।

গ্রামীণ অর্থনীতিতে পর্যাপ্ত কৃষি ঋণ নিশ্চিত করা সিদ্ধান্তের মূল লক্ষ্য। এছাড়াও সময় মতো ঋণ পরিশোধ করার সময় কৃষকরা বার্ষিক ৪ শতাংশ সুদের হারে স্বল্পমেয়াদি কৃষি ঋণ পাবেন।

কৃষাণ ক্রেডিট কার্ড স্কিম কৃষকদের জন্য চালু করা হয়েছিল। এটা যেকোনো সময় কৃষকেরা ঋণের মাধ্যমে কৃষি পণ্য এবং পরিষেবা কিনতে পারেন।