সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে স্কুল খু’ল’বে? এবার জা’নি’য়ে দি’লে’ন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়? সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সব যদি ঠিকঠাক থাকে তাহলে স্কুল খুলতে খুব বেশি দেরী নেই। পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দিপাবলী-ভাইফোঁটা উপলক্ষেও স্কুলে ছুটি থাকে। তার আগে তো কোনোভাবেই স্কুল খোলা যাবে না।

তবে সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। তৃতীয় ঢেউ বিপজ্জনক না হলে স্যানিটাইজ করে স্কুল খোলা হবে। যদিও সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। এখন বাংলায় পরিস্থিতি ঠিক রয়েছে। ১ শতাংশের কাছাকাছি রয়েছে সংক্রমণের হার। কিন্তু তৃতীয় ঢেউ এলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে মহারাষ্ট্র, কেরলে ইতিমধ্যেই সংক্রমণ বাড়তে শুরু করেছে।” উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে খুলেছে স্কুল। কোভিডবিধি মেনে চলছে ক্লাসও। কিন্তু চিন্তা বাড়িয়ে তারপরই বেড়েছে করোনা সংক্রমণ। ফলে রাজ্যে স্কুল খুললে করোনা পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী।

২০২০ সালের মার্চে করোনার কারণে দেশজুড়ে লকডাউন জারি হওয়া থেকেই স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল।পরবর্তীতে রাজ্যে নির্দিষ্ট দুটি শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতি ফের খারাপ হতে শুরু হওয়ায় স্কুল-কলেজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরেও মাধ্যমিক পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে করোনা পরিস্থিতি রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে। তাই পুনরায় স্কুল-কলেজ খোলার চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য। কিন্তু তা যে কোনোভাবেই নভেম্বর মাসের আগে হচ্ছে না তা এদিন স্পষ্ট করে জানিয়ে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।