সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

AC কোচে ব্যাগ ছি’ন’তা’ই, ডাকাত ধরতে চলন্ত ট্রেন থেকে লা’ফ দিলেন মহিলা

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহাকৌশল এক্সপ্রেসের এসি কোচের কামরাতে। সেই এসি কোচেই নাকি হয়েছে ছিনতাই, আর ডাকাতকে পাকরাও করার জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মহিলাও। এই খবর সামনে আসতেই দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুষ্কৃতীরা মহিলার ব্যাগ ছিনতাই করে পালায় আর সাথে সাথে তাদের ধরার জন্য মহিলাও তাদের পেছনে ছোটে এবং চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। স্বাভাবিকভাবেই দারুন আহত হয়েছে মহিলা, যার জন্য তিনি এখন হাসপাতালে ভর্তি।

সূত্রের মাধ্যমে জানা যায়, সেই মহিলা নাকি হজরত নিজামুদ্দিন থেকে দিল্লির জবলপুরগামী ট্রেন মহাকৌশল এক্সপ্রেসের বি১ কোচে ভ্রমণ করছিলেন, আর সেখানেই হয় ছিনতাই।

আরো পড়ুন: ভাদু শেখ খু’নে’র ত’দ’ন্ত করবে CBI, নি’র্দে’শ দি’লো কলকাতা হাইকোর্ট

গতকাল মধ্যরাতের দিকে ঘটে এই ঘটনা, সবাই যান ঘুমের ঘোরে তখন দুষ্কৃতীরা চালায় তাদের কাজ। জানা যায় ট্রেনের মধ্যেই বসে ছিল দুষ্কৃতীরা, মধ্য রাতে মহিলার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়না তাতে। কিন্তু মহিলাও ছাড়ার পাত্রী নয়, তাদের পেছনে ছুটে চলে মহিলা আর চলন্ত ট্রেন থেকে নিচে ঝাঁপিয়ে পরে।

যার ফলে দারুন আহত হয় এখন তিনি হাসপাতালে ভর্তি। এই বিষয় নিয়ে জিআরপি মহম্মদ ইমরান বলেন, ট্রেনে ভ্রমণরত মহিলার ব্যাগ ছিনতাই করা হয়।

আরো পড়ুন: পৃথিবীর বাইরে থা’ক’তে পারে প্রা’ণ! প্লুটোতে মি’ল’লো বরফের আগ্নেয়গিরি

আর তাদের ধরতে গিয়েই চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পরে মহিলা। তবে গুরুতর আহত হন মহিলা। ভোরের দিকে স্টেশন থেকে কিছুটা দূরে পরে থাকতে দেখা যায় মহিলার সেই ব্যাগ।

যার মধ্যে ছিল ল্যাপটপ, মোবাইল।মহিলার কাছে থাকা গয়না ও টাকা পয়সা চাওয়া হয়, মহিলা দিতে অস্বীকার করায় এই ঘটনা ঘটে তার সাথে। ইতিমধ্যেই তদন্ত চলছে।