সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাদু শেখ খু’নে’র ত’দ’ন্ত করবে CBI, নি’র্দে’শ দি’লো কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবার নির্দেশ এল রামপুরহাটের ঘটনা সিবিআই তদন্তের। সিবিআইকে আদেশ দেওয়া হয়েছে রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ এর খুনের তদন্ত করার জন্য।

আদালতে তরফ থেকে জানানো হয়েছে যে রামপুরহাটে যে গণহত্যা মামলা রুজু হয়েছে এবং অন্যদিকে যে ভাদু শেখ হত্যার মামলা রুজু হয়েছে, এই দুটি ঘটনার মধ্যে অবশ্যই সম্পর্ক আছে সেইজন্যে যদি একসঙ্গে তদন্ত শুরু না করা হয় তবে অপরাধীকে কখনোই খুঁজে বের করা সম্ভব হবে না।

এতদিন পর্যন্ত শুধুমাত্র সিবিআইয়ের হাতেই ছিল রামপুরহাট গণ হত্যাকাণ্ডের তদন্ত করার আদেশ ছিল এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থাও এই তদন্ত শুরু করতে চলেছে।

আরো পড়ুন: টা’কা নিয়ে বি’বা’দে’র জে’র, প্র’কা’শ্যে ছেলের গায়ে আ’গু’ন ধ’রি’য়ে দিলো বাবা, রইলো ভিডিও

রাজ্য পুলিশ ভাদু শেখ হত্যার মামলার তদন্ত করছিল যদিও আদালতের নির্দেশ অনুযায়ী এই ব্যাপারে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

যেভাবে রামপুরহাটে অনেকগুলি বাড়ি একসঙ্গে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে তাতে জোর কদমে তদন্ত না চললে কখনোই সঠিক অপরাধীকে খুঁজে পাওয়া সম্ভব হবে না।

রাজ্য পুলিশের কাছে তদন্ত করার সুযোগ এসে থাকলেও আদালতের দাবি এই তদন্ত কখনোই একা রাজ্য পুলিশের দ্বারা সম্ভব নয় এই জন্যেই এখন আদালতের তরফ থেকে আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সিবিআইকে। এখন এই ঘটনার তদন্ত শুরু করবে কেন্দ্রীয় সিবিআইয়ের দলসহ রাজ্য পুলিশের দল।