সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই একটি উপায়েই Honda Activa-কে ব’দ’লে ফে’লু’ন ইলেকট্রিক স্কু’টা’রে

বর্তমানে দেশের বাজারে পেট্রোলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পেট্রোল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক চালিত গাড়ির প্রতি আকর্ষন বোধ করছেন সাধারণমানুষ। আর সাধারন মানুষের চাহিদা লক্ষ্য করে স্কুটার সংস্থাগুলি একের পর এক ইলেকট্রিক চালিত স্কুটার অথবা বাইক বাজারে লঞ্চ করে চলেছে। এ রকমই একটি স্কুটি হলো Honda Activa স্কুটি। এটি পেট্রলেও চলে, আবার ইলেক্ট্রিকেও চলে। অর্থাৎ আপনি আপনার পছন্দমত স্কুটির মোড বদলে নিতে পারবেন।

মাত্র একটি ক্লিকেই পেট্রোল মোড বদলে যাবে ইলেকট্রিক মোডে। পেট্রলের দাম যেখানে প্রতি লিটারে 100 টাকা ছাড়িয়ে গিয়েছে, সেখানে পেট্রোল না ভরেই যদি গাড়ি চালাতে চান তাহলে এই স্কুটি আপনার জন্য যথার্থ। স্কুটিটির গ্রসারি হুকের ঠিক নীচেই রয়েছে চার্জিং পয়েন্ট। সিটের নীচের স্টোরেজে ব্যাটারি ইনস্টল করা আছে। ব্যাটারির ঠিক পাশেই রয়েছে MCB। যার মাধ্যমে ব্যাটারি অন অফ করা যায়।

এই স্কুটিটি 48 Volt, 60 Volt, 72 Volt-এ চলতে সক্ষম বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা। 48 Volt-এ চলার সময় গাড়িটি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে স্পিড দেয় এই গাড়িটি। 72 Volt-এ চলার সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে স্পিড পাওয়া যায়। স্কুটির কী-হোলের ডানদিকে একটি সুইচ রয়েছে। এই সুইচে ক্লিক করলেই Honda Activa পেট্রল বা ইলেকট্রিক ভার্সনে বদলে যাবে।

ইলেকট্রিক ভার্সনে গাড়ির হেডলাইট কাজ করে না। তার বদলে অন্য একটি লাইটের ব্যবস্থা করা হয়েছে যা চালু করার জন্য অন্য সুইচ দেওয়া হয়েছে। ইলেকট্রিক সিস্টেমটি ইন্সটল করায় ব্যাটারিটি আগের তুলনায় অনেক খানি ভারী হয়ে গিয়েছে। ইলেকট্রিক এবং পেট্রোল ভার্সন সমন্বিত এই স্কুটি 39,000 টাকায় পাওয়া যাচ্ছে।