সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোলের দা’ম নিয়ে চি’ন্তা শে’ষ! আসছে বাজাজ চেতক ইলেকট্রিক স্কু’টা’র, বু’কিং শু’রু

পেট্রোল স্কুটারের দিন শেষ; নস্টালজিয়া নিয়ে ফিরছে বাজাজ চেতক। ‘বাজাজ চেতক’ এই নামের মধ্যেই যেন পুরনো নস্টালজিয়া লুকিয়ে। আপাতত পুণেতে বুকিং শুরু হল বাজাজ চেতকের।

তবে আগামী কয়েক মাসের মধ্যেই গোটা দেশের বিভিন্ন শহরে বুকিং শুরু হবে বলে জানিয়েছে বাজাজ মোটরস।পেট্রোলের দাম বাড়ছে হু হু করে। ফলে ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেলের চাহিদা বাড়ছে গোটা দেশে।

Bajaj unveils its first e-scooter, the new Chetak - Autocar India

এই পরিস্থিতিতে এবার বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হল। পুণে, ব্যাঙ্গালোরের পর এবার নাগপুরে বাজাজ চেতক-এর বুকিং শুরু হল। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২-এর মধ্য়ে দেশের ২২টি শহরে এই স্কুটারের বুকিং শুরু হবে।

আর্বান ও প্রিমিয়াম, এই দুই সেগমেন্টে পুণেতে বাজাজ চেতক বুকিং শুরু হয়েছিল। আর্বান-এর দাম ছিল ১.৪২ লাখ (এক্স শোরুম)। প্রিমিয়াম ১.৪৪ লাখ টাকা। বাজাজ চেতকে আইপি সিক্সটি সেভেন রেটেড লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। ১৫ অ্যাম্পিয়ার সুইচের মাধ্যমে চার্জ হবে। এক ঘণ্টায় ২৫ শতাংশ এবং পাঁচ ঘণ্টায় ফুল চার্জ হবে। ৩.৮ কিলোওয়াট মোটর থাকবে।