সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবসা শু’রু করলেন মাত্র ৭৮ বছর বয়সে! উলের পোশাক বা’নি’য়ে রীতিমতো হি’ট এই ঠাকুমা

বয়স তার 78 বছর হয়ে গিয়েছে। কিন্তু এই বয়সেও অফুরন্ত প্রাণশক্তি রয়েছে তার মধ্যে। এই বয়সেও নতুন কিছু করে দেখানোর স্বপ্ন দেখেন তিনি। সোশ্যাল মিডিয়াতে একজন বৃদ্ধা 78 বছর বয়সে নতুন ব্যবসা খুলে রীতিমতো ভাইরাল হয়েছেন।

উল বোনার কাজ করে ভাইরাল হয়েছেন তিনি। নয়াদিল্লির এই বৃদ্ধার নাম শিলা বাজাজ। তিনি তার নাতনিকে সঙ্গে নিয়ে নতুন ব্যবসা খুলেছেন। এই বৃদ্ধা উল বুনতে ভালোবাসেন। নানা ধরনের সোয়েটার, মাফলার বুনে থাকেন তিনি।

তার নাতনি বলেছেন ছোট থেকেই তার ঠাকুরমা খুব ভালো উল বুনতে পারেন। প্রতিবেশী ছেলেমেয়েদের জন্য তিনি নানা রকম জিনিস বানিয়ে উপহার দিতেন। এতদিন তার এই প্রতিভার কথা জানতেন কেবল তার আপন জনেরা।

আরো পড়ুন: দুই শিম্পাঞ্জি ভাই-বোন দেখাদেখি, ভিডিওতে তাদের আ’চ’র’ণ দে’খে চোখে জল নেটিজেনদের

কিন্তু এই বয়সে এসে তাকে চিনে নিয়েছে গোটা নেট পাড়া। দুই হাজার কুড়ি সালে করোনার সময় তার নাতনি ঠাকুমার এত সুন্দর হাতের কাজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার কথা ভেবেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by @caughtcrafthanded

সেই মুহূর্তে তিনি ইনস্টাগ্রামে একাউন্ট খুলে ঠাকুমার তৈরি জিনিসের ছবি শেয়ার করতে শুরু করেন। ব্যাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি এবং ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by @caughtcrafthanded

এরপর তারা এই নিয়ে ব্যবসা খোলার কথা সিদ্ধান্ত‌ নেন। আঝষজ ঠাকুমার হাতে বোনা সোয়েটার, মোজা, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর নানা জিনিস ব্যাগের চাহিদা প্রচুর।