সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লিতে ৩ শিশুর মৃ’ত্যু “কাফ সিরাপ” খে’য়ে, হাসপাতালে ভ’র্তি ১৩

কাফসিরাপ খেয়ে মৃত্যু হল তিন শিশুর, ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। দিল্লির ওষুধের দোকান মহুল্লা ক্লিনিক থেকে কাফ সিরাপ খেয়ে মুত্যু হল তিন শিশুর। এখানেই শেষ নয়, মোট ১৬ টি শিশু যারা কিনা কাফ সিরাপ খেয়েছিল, তাদের সবাইকে ভর্তি করানো হয়েছিল কলাবতী সরণ শিশু হাসপাতালে। ডিরেক্টর অব হেলথ সার্ভিসে বলা হয়েছে, এর মধ্যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। তদন্তের পর জানা যায় যে ১৬ টি শিশু কলাবতী স্মরণ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের ডেক্সথ্রোমেথরফান বিষক্রিয়ার খবর পাওয়া গেছে।

আরও জানা গেছে সমস্ত বাচ্চাগুলোকে দিল্লি সরকারের মহল্লা ক্লিনিকের প্রেসক্রিপশন এর ভিত্তিতেই এই ডেক্সথ্রোমেথরফান দেওয়া হয়েছে। এই ওষুধটি ম্যানুফ্যাকচার হয়েছে ওমেগা ফার্মেসিউটিক্যাল, ছোট বাচ্চাদের জন্য একেবারে নিষেধ এই ওষুধ, কিন্তু কিভাবে এইসব ছোট বাচ্চাদের এই ওষুধ রেকমেন্ট করা হয়েছে, এই নিয়ে উঠছে প্রশ্ন। ডিজিএইচএস ইতিমধ্যেই সমস্ত ক্লিনিকসহ দিল্লি সরকারকে পাঠিয়েছে নির্দেশ। শুধু তাই নয়, বৃহত্তর জনস্বার্থে এই ডেক্সথ্রোমেথরফান তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা।

এই নিয়ে ডঃ চন্দ্রমোহন কুমার যিনি একজন শিশু বিভাগের বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রথম থেকেই নির্দেশ বলা হয়েছে পাঁচ বছরের কম বয়সের শিশুদের এই ওষুধ কখনোই দেওয়া যাবে না। কিন্তু সেইসব শুনেও কিভাবে অবলীলাক্রমে এই ধরনের কাফ সিরাপ দেওয়া হচ্ছে তাদের? এই ওষুধের দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কম বয়সের শিশুরা, বিশেষ করে মাথা ঝিমঝিম করে সবকিছু আবছা হয়ে আসে, শরীরে অস্থির অস্থির ভাব তৈরি হয়। তবে মৃত্যুর কোন খবর এখনো পর্যন্ত শোনা যায়নি। এই খবরে সত্যিই অবাক হচ্ছি, এখন বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে দেখা দরকার, সেখানে ওভারডোজ দেওয়া হয়েছিল কিনা?