সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেসরকারি বাসে বে’শি ভাড়া নি’লে যাত্রীদের এই কাজটি ক’র’তে বললেন পরিবহণমন্ত্রী

হুড়মুড় করে বাড়ছে ডিজেল পেট্রোলের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রেন মেট্রো ভাড়া। তবে যাত্রি দের কথা মাথায় রেখে এখনো ভাড়া বাড়াতে সক্ষম হয়নি রাজ্য সরকার। কিন্তু বেসরকারি বাস গুলো তাদের ভাড়া বৃদ্ধির জন্য পরিবহনমন্ত্রী কাছে দাবি জানিয়েছেন কয়েক বার।

কিন্তু নিজেদের ও চলতে হবে। তাই সরকার কথা না মানলেও নিজেদের ভাড়া নিজেরাই বাড়িয়ে নিচ্ছেন। এর ফলে যাত্রীদের সঙ্গে তাদের প্রায়ই দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এমত অবস্থায় এক যাত্রী এবার টক টু মেয়রে ফোন করে এক বাসে বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার নালিশ জানায়।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এ বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা করেছে। এছাড়াও বিশেষ পদক্ষেপ নেয়া হবে বলে যাত্রী টিকে আশ্বাস দিয়েছেন। যাত্রীদের কথা ভেবে কলকাতার রাস্তায় নামতে চলেছে ইলেক্ট্রিক বাস।

আরো পড়ুন: বি’রা’ট আ’বি’ষ্কা’র! ৪৫০০ বছর পুরানো হাইওয়ে খুঁ’জে পেলেন প্রত্নতাত্ত্বিকরা

বাসের জন্য প্রয়োজন লিথিয়াম আয়ন এর যোগান পর্যাপ্ত না থাকায় এখন নামানো সম্ভব হচ্ছে না বলে জানান এ পরিবহন মন্ত্রী। তিনি জানান লিথিয়াম আয়ন এর জন্য ভারত-চীনের উপর নির্ভর করে যতক্ষণ না চিনে থেকে এই দ্রব্য পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিষেবা শুরু করা সম্ভব হবে না।