সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ৭ তলা বিল্ডিং মা’ত্র ৪৫ দিনে বা’নি’য়ে তা’ক লা’গি’য়ে দিলো DRDO, এখানেই তৈ’রি হ’বে যুদ্ধবিমান

৪৫ দিনেই দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি ঝাঁ চকচকে বহুতল তৈরী করে Defense Research and Development Organization (DRDO) সকলকে চমকে দিল। জানা যাচ্ছে সেখানেই যুদ্ধবিমান তৈরি হবে আগামী দিনে। পঞ্চম প্রযুক্তির অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফ্ট তৈরি করা হবে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই বহুতলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১.৩ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম কমপ্লেক্স অ্যারোনাটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টের এই সাত তলা বাড়িটি তৈরি হয়েছে। এটি R&D ফেসিলিটি ব্যবহার করা হয়েছে।

যেহেতু এই বহুতল থেকে আগামী দিনে দেশীয় বিমানবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে, তাই বাড়িটির মজবুতির ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

এই সাত তলা বাড়িটি তৈরি করা হয়েছে প্রি-ইঞ্জিনিয়ারড ও প্রিকান্ট পদ্ধতিকে একত্রিত করে হাইব্রিড পদ্ধতিতে। ২০২১ সালের ২২ নভেম্বর প্রকল্পের ভিত্তি স্থাপিত হয়।

আরো পড়ুন: ৪ শিক্ষকের চাকরি বা’তি’ল করে দি’লো হাইকোর্ট, দিয়ে দি’তে হবে বেতনের টা’কা

প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বহুতল নির্মাণ করতে। ভবন নির্মাণের কাজ কীভাবে হয়েছে সে প্রসঙ্গে একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে।

হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ দিনে একটি সাত তলা বাড়ি নির্মাণ একটি রেকর্ডও বটে। আইআইটি মাদ্রাজ ও আইআইটি রুরকি এই বহুতলের নক্সা তৈরি করেছিল।

DRDO-র এক কর্মকর্তা জানিয়েছেন এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এই বাড়ি তৈরির যাবতীয় প্রযুক্তিগত সহায়তা করেছে। বাড়িটি মজবুত করতে কাঠামোহত ফ্রেমের কলাম ব্যবহার করা হয়েছে।

যাতে যাতে মরীচা না পড়ে তার জন্য ইস্পাতের প্লেট ব্যবহার করা হয়েছে। দেশের জাতীয় বিল্ডিং কোড অনুসারে এই বাড়িটিও শীতাতপনিয়ন্ত্রণ, বৈদ্যুতিক ও অগ্নি সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ প্রসঙ্গে বক্তব্য রেখেছেন, এটি বিশ্বের প্রথম প্রকল্প যেখানে নির্মাণকাজ মাত্র ৪৫ দিনেই শেষ হয়েছে। এ ঘটনা কোনও অলৌকিক ঘটনা নয়। এই কিছুদিনেই এমন চমৎকার বহুতল নির্মাণ করায় এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের ধন্যবাদও জানিয়েছেন রাজনাথ সিং।