সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’র মাঠে দা’পি’য়ে বে’ড়া’বে’ন না, এটাই শে’ষ বিশ্বকাপ! জানালেন মেসি

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে,দেশের হয়ে কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে এক আলোচনায় মেসি জানিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।

তিনি আরও জানান, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন বিশ্বকাপের দিন গুনছেন। তার সেরকম কোনও উদ্বেগ নেই। তিনি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছেন। সবাই এই এক জায়গাতেই রয়েছেন। কী হবে সেটা নিয়ে আলাদা করে ভাবছেন না।

তিনি আরও বলেন, এটা আমার শেষ বিশ্বকাপ। ভাবছি যে বিশ্বকাপটা কেমন যেতে পারে আমাদের জন্য? একদিকে আমার আর তর সইছে না বিশ্বকাপ শুরু হওয়ার। অন্যদিকে আমি মুখিয়ে রয়েছি দেশের হয়ে ভালো খেলার জন্য।

আরো পড়ুন: ফের ক্ষে’প’না’স্ত্র ছু’ড়’লো উত্তর কোরিয়া, তবে কি শু’রু তৃতীয় বি’শ্ব’যু’দ্ধ?

আমাদের দলের এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে। দলটা বেশ শক্তিশালী। তবে বিশ্বকাপে অনেক কিছুই ঘটতে পারে। প্রত্যেকটা ম্যাচ কঠিন হতে চলেছে। এই কারণেই বিশ্বকাপ এত বেশি করে স্পেশাল।

সবসময় যারা ফেভারিট তারাই এই একটি কারণে শিরোপা জিততে পারে না। এমনকি প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতেও পারে না। আমি জানি না আমরা ফেভারিট না।

তবে এটা বলতেই হবে আর্জেন্টিনা বরাবর বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার থাকে। তবে এবার ফেভারিট হিসেবে অন্য অনেকেই আমাদের থেকে এগিয়ে থাকবে।