Home লাইফস্টাইল শুধুমাত্র এই একটি জবা ফুল থাকলেই দূ’র হ’বে নেতিবাচক প্র’ভা’ব

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র এই একটি জবা ফুল থাকলেই দূ’র হ’বে নেতিবাচক প্র’ভা’ব

দেবতাকে ফুল উৎসর্গ করে তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা নিবেদনের রীতি রয়েছে। এরমধ্যে জবা ফুলে রয়েছে বিশেষ গুণ। জবা ফুল বাস্তু গুণের দ্বারা দুর্ভাগ্যের প্রতিকার করতে পারে বলে মনে করা হয়।

শক্তি বৃদ্ধি করতে জবা ফুল দিয়ে সূর্য বা নারায়ণ পূজা করা উচিত। সূর্যদেবের মত তেজ পেতে হলে প্রতিদিন নিয়মিত জবা ফুল দিয়ে তার পুজো করতে হবে। এতে শুভফল মেলে।

লাল রং ইতিবাচক শক্তির প্রতীক। বাড়ির পূর্ব দিকে লাল জবা ফুলের গাছ লাগালে ভালো ফল হয়। ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রদান করবে।

আরো পড়ুন: চলতি মাসেই প্র’থ’ম সূর্যগ্রহণ, জেনে নিন তারিখ ও স’ম’য়

যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের গ্রহের দোষ দূর করতে এই পথ অবলম্বন করা উচিত। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য নিয়মিত একটি লাল রঙের জবা ফুল সঙ্গে রাখতে পারেন। এতে পড়াশোনায় মনোযোগ এবং সুফল পাওয়া যায়।

মঙ্গল গ্রহের রং লাল। যাদের রাশিতে মঙ্গলের দোষ রয়েছে তাদের বিয়ে দেরিতে হয়। যে কোনো দুর্ঘটনার মুখে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া বিয়ের পর সঙ্গীর সঙ্গে ঝগড়া দেখা দিতে পারে। এই সমস্যা সমাধানে বাড়িতে একটি লাল জবাফুলের গাছ লাগাতে হবে।

ব্যক্তিগত জীবনের শত্রুদের প্রভাব কমাতে সংশ্লিষ্ট ব্যক্তিকে লাল জবা ফুল উপহার দেওয়া যেতে পারে। এই সামান্য কিছু কাজ করলেই শুভ ফলাফল পাওয়া যায়।