সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলতি মাসেই প্র’থ’ম সূর্যগ্রহণ, জেনে নিন তারিখ ও স’ম’য়

আগামী 30 এপ্রিল 2022 সালের প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে। যদিও ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ এবং পশ্চিম- দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আন্টার্টিক মহাসাগরের মানুষেরা এই গ্রহণ দেখতে পারবেন।

2022 সালের দুটি আংশিক সূর্যগ্রহণ এর মধ্যে এটি প্রথম গ্রহণ। আগামী 25 অক্টোবর দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে চলে এলে সূর্যগ্রহণ ঘটে। এর ফলে চাঁদ সূর্যকে কিছুটা আড়াল করে ফেলে।

যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। আগামী 30 এপ্রিল দুপুর 12 টা 15 মিনিট থেকে ভারতীয় সময় অনুসারে বিকেল চারটের সাত মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে।

আরো পড়ুন: SBI থেকে ১১ কোটি টা’কা’র কয়েন উধাও, তদন্ত শু’রু ক’র’লো CBI

এদিন গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বিকেল চারটে 41 মিনিট নাগাদ। চাঁদের ছায়া শঙ্কু অক্ষ পৃথিবীর কেন্দ্রের সবথেকে কাছে আসবে। গ্রহণ তিন ঘন্টা 52 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এটি আংশিক সূর্যগ্রহণ।

প্রতিরক্ষামূলক চশমা, দূরবীন, কিংবা বক্স প্রজেক্টর বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ দেখতে পারবেন সাধারণ মানুষ। সূর্যগ্রহণকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। পূর্ণগ্রাস, বলয়গ্রাস, আংশিক এবং হাইব্রিড। 2022 সালে চাকরি গ্রহণ ঘটবে যার মধ্যে দুটি আংশিক এবং দুটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে।