সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ক্ষে’প’না’স্ত্র ছু’ড়’লো উত্তর কোরিয়া, তবে কি শু’রু তৃতীয় বি’শ্ব’যু’দ্ধ?

কথিত আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখগরার প্রাণ যায়। সেই অবস্থাই সৃষ্টি হয়েছে বর্তমানের বেশ কিছু দেশে। নিজেরা সামরিক ভাবে কতটা শক্তিশালী বোঝাতে গিয়ে একের পর এক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করতে শুরু করেন উত্তর কোরিয়া। আর সেই ক্ষেপনাস্ত্র জাপানের ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ। যা গিয়ে পড়ে প্রশান্ত মহাসাগরে। যদিও এতে কেউ হতাহত হননি। তবে বহুক্ষণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়।

আর এই নিয়েই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক মহলে। ঘটনায় ধিক্কার জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। উত্তর কোরিয়ার এ ধরনের আচরণকে ‘আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের থেকেও এই কাজকে অত্যন্ত নিন্দনীয় বলা হয়। উত্তর কোরিয়ার এই আচরণের নিন্দায় সরব হয় দক্ষিণ কোরিয়া, আমেরিকাও।

কিন্তু কাউকেই পরোয়া করে না উত্তর কোরিয়া। প্রায় পাঁচ বছর পর গত মঙ্গলবার প্রথম বার জাপানের ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ। আর এর প্রতিশোধ নিতে বুধবার পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। মূলত উত্তর কোরিয়া কে সতর্ক করতেই তারা এই কাজ করেন বলে জানা যায়।

আরো পড়ুন: RuPay ক্রেডিট কা’র্ড হোল্ডারদের জন্য ব’ড়ো খবর, UPI লেনদেনে লা’গ’বে না কো’নো চা’র্জ

কিন্তু এখানেই শেষ নয়, সংবাদ সং‌স্থা সূত্রে খবর, দু’টি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। তাঁরা শক্তি প্রদর্শন করতেই তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনা। কিন্তু তার পর আবার দু’টি বালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে কিমের দেশে, তাতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

এরকম আক্রমণাত্মক আচরণ ভবিষ্যতের জন্য মোটেই মঙ্গলজনক নয় তা আর বলার অপেক্ষা রাখেনা। এই পাল্টা আক্রমনকে কোনো ভাবেই মেনে নেবে না দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সেই নিয়েও আন্তর্জাতিক মহল মনে করছেন।