সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

RuPay ক্রেডিট কা’র্ড হোল্ডারদের জন্য ব’ড়ো খবর, UPI লেনদেনে লা’গ’বে না কো’নো চা’র্জ

বর্তমানে টাকা তোলার সুবিধার জন্য এটিএম ব্যাবস্থার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। আর বেশিরভাগ বড়ো ব্যাংকই ক্রেডিট কার্ড এর জন্য রুপে কার্ড দেয়। এই রুপে কার্ডের ব্যাবহার দীর্ঘ চার বছর ধরে চলে আসছে। তবে এই রুপে কার্ডের ব্যাবহারকারীদের জন্য রয়েছে একটি বিশেষ খবর। বলা হচ্ছে, এবার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই – এ রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেন হবে একেবারে বিনামূল্যেই। অর্থাৎ ২০০০ টাকার লেনদেনে কোনও চার্জ নেওয়া হবে না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

গত মঙ্গলবার থেকেই এই নতুন নিয়ম চালু হয়েছে। কি রয়েছে নতুন নিয়মে আসুন জেনে নেওয়া যাক। এনসিপিআই থেকে জানিয়েছে যে, যেকোনো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অ্যাপের নিয়মগুলি ক্রেডিট কার্ডগুলিতেও প্রযোজ্য হবে। এই বিভাগের জন্য জিরো মার্চেন্ট কনসেশন রেট (MDR) শুধুমাত্র দু হাজার টাকার কম এবং সমান লেনদেনের পরিমাণ পর্যন্ত প্রযোজ্য হবে। এমডিআর হল সেই চার্জ যা, কোনও ব্যবসায়ী ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের জন্য ব্যাঙ্ককে দেয়।

কিভাবে ডেবিট কার্ডের মত করে লিংক করবেন আসুন জেনে নিন। নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যেভাবে ডেবিট কার্ড ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে লিঙ্ক করা হয়, সেইভাবেই রুপে ক্রেডিট কার্ডও ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। এর জন্য প্রথমে ইউপিআই পিনও সেট করতে হবে এবং রুপে ক্রেডিট কার্ডকে কার্ড হিসেবে চালু করতে হবে।

আরো পড়ুন: স্ত্রীকে খাওয়াতে হবে’ই, প্র’য়ো’জ’নে দিনমজুরি করতে হ’বে স্বামীকে: সুপ্রিম কোর্ট

আর এই প্রসেস টা কমপ্লিট করলেই ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই লেনদেন শুরু হবে এবং দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনের জন্য কোনও চার্জ লাগবে না। মূলত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি অপশন দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে অনেক সুবিধাও হয়েছে গ্রাহকদের। তাই আর দেরি না করে আজই লিংক করিয়ে নিন। আর ২০০০ টাকা অব্দি লেনদেন করুন সম্পূর্ণ বিনামূল্যে।