সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রীকে খাওয়াতে হবে’ই, প্র’য়ো’জ’নে দিনমজুরি করতে হ’বে স্বামীকে: সুপ্রিম কোর্ট

একটা আইনত বিয়ের কতটা জোর বা কতটা দায়িত্বের তার নিদর্শন মিলল আবার। জানা যাচ্ছে একটি কেসের রায় হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে একজন স্বামী যদি তাঁর স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছিন্ন করেন। আর সেই স্ত্রী যদি আদালতে খোরপোশ চেয়ে মামলা করেন তাহলে সেই স্বামী খোরপোশ দিতে বাধ্য। উপরন্তু, কোনো রকম অজুহাত তো চলবেই না। প্রয়োজনে কঠোর শ্রম করেও তাদের দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি ব্যবসা বন্ধ ফলে স্ত্রী, সন্তানদের ভরণ-পোষণের টাকা দিতে পারছেন না বলে আদালতে জানান এক ব্যক্তি। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই মন্তব্য করে।তাঁরা বলেন, স্ত্রী আলাদা থাকলেও তাঁকে আর্থিক ভাবে সাহায্য করা স্বামীর কর্তব্যের মধ্যেই পড়ে বলে মনে করে আদালত।

দায়িত্বের এই বাধ্যবাধকতা স্বামীরা এড়িয়ে যেতে পারেন না। ফলে দরকার হলে কায়িক পরিশ্রম করে তাঁকে টাকা উপার্জন করতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি জানান, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারা উল্লেখ করে স্ত্রী এবং শিশুদের রক্ষা করতে সামাজিক ন্যায় বিচারের জন্যই আইন তৈরি হয়েছিল। তাছাড়া ওই ব্যাক্তি যথেষ্ট সবল। বৈধ উপায়ে উপার্জন করে স্ত্রী- নবালক সন্তানের ভরণপোষণ করতে তিনি বাধ্য।

আরো পড়ুন: পুজোর ভি’ড়ে জো’রে জো’রে বাঁশি বাজানোর শা’স্তি পুলিশের, ভিডিও দে’খে হা’স’বে’ন আপনি!

তাই ওই ব্যাক্তির আবেদন শীর্ষ কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়। এবং বলা হয় ওই ব্যক্তি যথেষ্টই সক্ষম একটি মানুষ তাই স্ত্রীর ভরণ-পোষণের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা এবং নাবালক ছেলের জন্য মাসে ছয় হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রায় বারো বছর আগে ওই বিবাহ বিচ্ছিন্ন মহিলা আদালতে মামলা করেন যে ২০১০ সালে তিনি তাঁর শশুরবাড়ি থেকে চলে আসতে বাধ্য হন।

আর তাই তাঁর এবং তাঁর নাবালক সন্তানের জন্য তিনি খোরপোশ দাবি করেন। কিন্তু পাঞ্জাব – হরিয়ানা কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে দীর্ঘ ১২ বছর পর শীর্ষ আদালতে রায় আর্থিক সুবিধার নিশ্চয়তা পেলেন ওই বিবাহ বিচ্ছিন্ন মহিলা। আদালত পরিষ্কার জানিয়ে দিল যে, দরকার পড়লে কায়িক পরিশ্রম করে হলেও স্ত্রী-সন্তানের ভরণপোষণ করতে হবে।