সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর ভি’ড়ে জো’রে জো’রে বাঁশি বাজানোর শা’স্তি পুলিশের, ভিডিও দে’খে হা’স’বে’ন আপনি!

গতকাল ছিল মহা দশমী। মা দুর্গার বিসর্জন। কিন্তু এই দিন মার বিসর্জনের সাথে সাথে মর্তের ছেলে পুলের আনন্দের ধুম ছিল দেখার মতোন। কেউ নাচছে কেউ গাইছে। লাউড স্পিকারে গান বাজানোর ওপর নিষেধজ্ঞা থাকলেও বিসর্জন করতে যাওয়ার সময় উচ্চ মাত্রায় – ই গান বাজনা বাজাতে দেখা যায়। আর এই নিয়েই কাল পুলিশের তরফ থেকে দুই যুবককে শাস্তি ছিল দেখার মতো। সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

যা ইতিমধ্যেই ২৭ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি শেয়ার করেছেন প্রায় সাড়ে ৯ হাজার মানুষ। মূল ভিডিওটিতে কমেন্ট করেছেন ৯৭ জন নেট নাগরিক। আসলে ওই ভিডিওটি আপলোড করেছেন জাইবুল হক নামে ইসলামপুরের বাসিন্দা।

নিজের ফেসবুক একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছেন জাইবুল। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিস ধরেছে দুই যুবককে। তাদের পিছনে তখনও চলছে উচ্চস্বরে গান। পুলিস আধিকারিক তাঁদের নির্দেশ দেন একে অপরের কানের কাছে জোরে বাঁশি বাজাতে। যাতে তাঁরা বুজতে পারেন জোরে মাইক বা লাউডস্পিকার বাজালে সাধারণ মানুষের কতটা অসুবিধা হতে পারে।

আরো পড়ুন: আরব দেশে বি’রা’ট হিন্দু মন্দির, দশেরাতে উদ্বোধন হ’লো ধু’ম’ধা’ম করে

পুলিশের নির্দেশ মতন তারাও জোরে বাঁশি বাজাতে বাধ্য হয়। আর কতটা অসুবিধা হয় তা তাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। একবার নয় বেশ কয়েকবার তাদের বলা হয় অভাবে বাঁশি বাজাতে। তারা আসতে বাজাতে চাইলে পুলিশরা সেটা হতে দেয়না। জোরেই বাজাতে বাধ্য করে। শুধু তাই নয় তাদের দিয়ে কান ধরে উঠবস ও করায়।

এরকম ভাবে গতকাল তাদের শাস্তি দেয় পুলিশ। আর এই ভিডিও দেখে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিতে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে অনেকে বলেছেন পুলিশ আইনত ব্যবস্থা নিতেই পারত। কিন্তু এটা করার অধিকার পুলিসের নেই। আবার অনেকেই পুলিসকে সাধুবার জানিয়েছে অভিনব এই শাস্তির ব্যবস্থা করার জন্য। অনেকেই বলেছে এটাই বেস্ট উপায় ওদের বোঝানোর যে নিজেদের আনন্দর জন্য অন্যদের যাতে না অসুবিধে হয় সেটাও দেখা প্রয়োজন।