সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নোটের দুই সা’ই’ডে এই কালো দাগগুলোর অ’র্থ কি?

ডিমনিটাইজেশনের পর নতুন টাকা আমরা সবাই ব্যবহার করছি ঠিকই। কিন্তু এই টাকার মধ্যে যে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে সেটা আমরা কি লক্ষ্য করেছি? অনেকে হয়তো পড়েছি কিন্তু বেশিরভাগ মানুষজন এড়িয়ে গিয়েছে। আমরা এখন নতুন টাকার মধ্যে ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার নোট ব্যবহার করে থাকি।

আর সেই নোটগুলোতেই লক্ষ্য করলে দেখা যাবে দুই সাইডে থাকে কালো দাগ । কিন্তু এই কালো দাগের অর্থ কি? কেন দেওয়া হয় এই কালো দাগ? আসলে টাকার অংক পরিমাপ করার জন্য এই কালো দাগ ব্যবহার করা হয়। টাকার পরিমাপ হিসেবে দাগের সংখ্যা হেরফের হয়। এই দাগকে বলা হয় ব্লিড মার্কস।

এই দাগ গুলি আসলে দেওয়া হয় দৃষ্টিহীন মানুষদের জন্য। লক্ষ্য করে দেখবেন ২০০ টাকার নোটে দুই প্রান্তে চারটি করে দাগ রয়েছে। ৫০০ টাকার নোটে পাঁচটি করে দুই প্রান্তে মোট ১০ টি দাগ রয়েছে। এবার যদি ২০০০ টাকা নোটের কথা বলা যায়, সুমনের লক্ষ্য করে দেখা যাবে সাতটি করে দুই প্রান্তে ১৪ টি দাগ রয়েছে।

আরো খবর: চাঁদ থে’কে পৃথিবীর উ’দ’য় দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় আজকের সে’রা ভিডিও

এই দাগগুলোর মাঝে আবার ফাঁকা জায়গায় ছোট দুটি বৃত্ত থাকে। এই অভিনব পন্থা দৃষ্টিহীন মানুষের জন্য যাতে তারা হাত দিয়ে দাগ গুলোকে স্পর্শ করে কোনটা কত টাকার নোট সেটা জানতে পারে।