সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’র্মা’ন্তি’ক, আগ্নেয়গিরির চূ’ড়া’য় চড়তে গিয়েছিলেন তরুণী, ফা’ট’লে আ’ট’কে বি’ষা’ক্ত ধোঁয়ায় ওখানেই মৃ’ত্যু

মেক্সিকোর ২২ বছরের তরুণী এক পর্বতারোহী গিরিশিরার একটি ফাটলে পড়ে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হয়েছে। তাঁর এক সঙ্গী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

এই খবর মেক্সিকোর পর্বতারোহীদের সংগঠন ‘মাউন্টেন রেসকিউ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ব্রিগেড’ জানিয়েছেন। তারা জানান, শুক্রবার পপোকেটপেটল আগ্নেয়গিরির শিখর থেকে প্রায় ৩০০ মিটার নীচে দুর্ঘটনাটি ঘটে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, ছাই-ভর্তি ওই ফাটল থেকে গত তিন দশক ধরে অবিরাম ধোঁয়া বেরোচ্ছে। ওই ফাটলের কাছে পর্বতারোহীদের যাওয়া নিষেধ।

আরো পড়ুন: ক’রো’না’র টি’কা নিয়ে কি ভারতবাসীদের কো’নো লা’ভ হয়েছে? কি বললো আন্তর্জাতিক সমীক্ষা?

তাঁদের বিকল্প পথে ৫,৪২৬ মিটার উঁচু পপোকেটপেটল শিখর আরোহণ করতে হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনে মৃত তরুণী এবং তাঁর সঙ্গী ফাটলের পাশ দিয়ে শিখরে চড়তে গিয়েছিলেন বলে অভিযোগ।