সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র টি’কা নিয়ে কি ভারতবাসীদের কো’নো লা’ভ হয়েছে? কি বললো আন্তর্জাতিক সমীক্ষা?

ভারতেই এখনসবথেকে বেশী টিকাকরণ হয়েছে, অন্যান্য দেশের যে রিপোর্ট তাতে স্পষ্ট হয়েছে যে ভারতের টিকা করণের হার সবথেকে বেশী। এক কথায় দারুণ ব্যাপক ভাবে টিকাকরণ হয়েছে ভারতে।

এক দিক থেকে ভারত যেমন টিকাকরণের দিক থেকে এক নম্বরে, তেমনই টিকা উৎপাদনের দিক থেকেও ভারত এক নম্বরে। তবে এই টিকা দিয়ে কতটা লাভ হয়েছে ভারতবাসীর? এই নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার তাঁর জবাব দিল আন্তর্জাতিক সংস্থা ল্যানসেট। তারা সারা পৃথিবী জুড়ে এই সমীক্ষা চালিয়েছে, কোথায় কেমন টিকাকরণের হার রয়েছে, কি কি সুবিধা হয়েছে সমস্ত কিছুই ক্ষতিয়ে দেখা হয়েছে।

আরো পড়ুন: OMG: আনলিমিটেড ফুচকা মা’ত্র ২০ টা’কা’য়! রয়েছে আকর্ষণীয় পুরস্কার

এই সব কিছুর রিপোর্টে ভারতের তথ্য সামনে এসেছে। সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে টিকাকরণের জন্য ১৯.৮ মিলিয়ন মৃত্যু ঠেকানো গেছে। যার ফলে ১৮৫ টি দেশে টিকাকরণ সফল প্রমাণিত হয়েছে।

এবার যদি ভারতের কথা বলা যায়। তাহলে ল্যানসেট প্রথমেই জানিয়েছে, ভারতে সঠিক সময়ে টিকাকরণ হয়েছে যার ফলে ৪২ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো গেছে। সত্যি ভারতের টিকাকরণ দারুণ ভাবে সফল হয়েছে।

এটা আর বলার অপেক্ষা রাখে না। সঠিক সময়ে সঠিক কাজ এক ভালো ফল প্রদান করে থাকে, এটাই তাঁর প্রমাণ। তাই ভারতের টিকাকরণে প্রশংসা করেছে ল্যানসেট।।