সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাঁদ থে’কে পৃথিবীর উ’দ’য় দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় আজকের সে’রা ভিডিও

অ্যাপোলো ৮-এর কমান্ড মডিউল পাইলট জিম লাভল হলেন নাসার প্রথম মানববাহী চন্দ্রাভিযানের নায়ক। পৃথিবীর মাটিতে পা রেখে নিজের মনের ভাবনা এভাবেই প্রকাশ করেছিলেন মহামানব।এরপর প্রায় পাঁচ দশক পেরিয়ে গিয়েছে। মানুষ ক্রমেই মহাকাশ অভিযানে উন্নতি করেছে। হয়েছে অকল্পনীয় সব দৃশ্যের সাক্ষী। মহাশূন্যের প্রতি মানুষের বিস্ময়ও অন্তহীন।

আরও একবার সেই বিস্ময় উস্কে দিল ওরিয়ন। নাসার আর্টেমিস মিশনের এই মহাকাশযান থেকে তোলা ‘আর্থ-রাইজ’-এর দৃশ্য অবাক করেছে বিশ্বকে। পৃথিবী থেকে তো আকাশে চাঁদ ওঠা, সূর্য ওঠা আমরা আকছার দেখি।

কল্পনা শক্তি যতই প্রবল হোক, এর আসল সৌন্দর্য্য যেন শিল্পীর কাছেও অকল্পনীয়। বাস্তব যে কল্পনার চেয়েও বেশই সুন্দর, তা বারবার প্রমাণ করেছে বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের অন্বেষণেই ধরা পড়ল মায়াবী দৃশ্য। চাঁদের নিকটে কক্ষপথে প্রদক্ষিণরত অবস্থায়, ‘পৃথিবী ওঠা’র দৃশ্য ফ্রেমবন্দি করল ওরিয়ন।

আরো খবর: কলকাতায় মরশুমের শীত’ল’ত’ম দিন, আ’রো কি ক’ম’বে তাপমাত্রা?

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের শেয়ার করা ভিডিয়োতে পৃথিবীকে চাঁদের ছায়াময় পৃষ্ঠের আড়াল থেকে বের হতে দেখা যাচ্ছে। ওরিয়নের সোলার অ্যারের ডগায় ইনস্টল করা একটি ক্যামেরার মাধ্যমে এই দৃশ্য ক্যাপচার করা হয়েছে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিগন্ত থেকে যেন সূর্যি মামার মতোই ধীরে ধীরে উঠে আসছে আমাদের পৃথিবী। সেই নীল পৃথিবী, যেখানে ৮০০ কোটি মানুষের বাস। অথচ চাঁদ থেকে যেন সে শুধুই একটি নীল পিংপং বল।