সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফুড সাব ইন্সপেক্টরের পু’রো প্যানেল স’ম্পূ’র্ণ বা’তি’ল করলো SAT

পাবলিক সার্ভিস কমিশন রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার আয়োজন করেছিল। অভিযোগ, পরীক্ষা ও ইন্টারভিউর পর যে প্যানেল প্রকাশিত হয়েছে তাতে একাধিক বেনিয়ম রয়েছে।তাই রাজ্যে ফুড সাব ইন্সপেক্টরের প্যানেল বাতিল করল স্যাট।

মঙ্গলবার দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে এই প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে অনিশ্চিত হয়ে পড়ল প্যানেলে থাকা ৯৯৭ জনের ভবিষ্যৎ।

এই মেধাতালিকায় অনেককে বেআইনিভাবে ওপরের দিকে স্থান দেওয়া হয়েছে। এছাড়া মানা হয়নি সংরক্ষণ নীতি। ফলে, SAT ৯৯৭ জনের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: এই ছবি দেখে কি মনে হচ্ছে? ওয়াইন গ্লা’স না মুখ? এর উত্তর বলে দে’বে কি চলছে আপনার ম’নে

এই প্যানলের ১০০ জন ইতিমধ্যে চাকরির নিয়োগপত্র পেয়েছেন। SAT-এর সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়ল তাদের ভবিষ্যৎ। এর আগেও রাজ্যের একাধিক প্যানেল বাতিল করেছে আদালত।

চাকরিরতদের বরখাস্তের পাশাপাশি ইতিমধ্যে প্রদান করা বেতন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্য সরকারের সেই অস্বস্তির তালিকায় নতুন সংযোজন ফুড সাব ইন্সপেক্টর প্যানেল বাতিলের নির্দেশ।