সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা’র শর্বরী এলাকা’র গুরু’দুয়ারা’য় উদ’যাপিত হল গুরু’নানকে’র ৫৫২ তম জ’ন্ম দি’ব’স

মালদার শর্বরী এলাকার গুরুদুয়ারায় উদযাপিত হল গুরুনানকের ৫৫২ জন্ম দিবস

শুক্রবার সকাল থেকেই পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের শর্বরী এলাকার গুরুদুয়ারায় ধর্মগুরু গুরুনানকের ৫৫২ তম জন্ম দিবস উপলক্ষে গুরুজীর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং ধর্ম গ্রন্থ পাঠ করা হয়।

পাশাপাশি গুরুনানককে প্রণাম ও শ্রদ্ধা জানান বহু ভক্তেরা। সামাজিক বিধি মেনে শিখ সম্প্রদায়ের মানুষেরা এদিন এসেছিলেন এই এলাকার গুরুদুয়ারায় এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও গুরুদুয়ারায় গুরু নানক কে শ্রদ্ধা জানাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় সব পরিবারকে সাথে নিয়ে আসেন এবং গুরু নানক কে শ্রদ্ধা জানান।

গুরুদুয়ারার সেবায়েত গুরমিত সিং জানিয়েছেন, এক সময় পায়ে হেঁটে শর্বরী এলাকার এই স্থানে আশ্রয় নিয়েছিলেন গুরু নানক। সেখানেই তিনি তিন মাস ছিলেন। তাঁর ব্যবহার করা কলসি, বালতি সহ নানান ধরনের ঘরোয়া সামগ্রীর আজও সংরক্ষিত করা রয়েছে।

ধর্ম প্রচারের সুবাদেই পুরাতন মালদার ওই এলাকায় এসেছিলেন গুরুনানক। এরপর শিখ সম্প্রদায়ের মানুষদের উদ্যোগেই পরবর্তীতে গড়ে উঠেছে গুরুদুয়ারাটি। তবে এদিন করোনা আবহের মধ্যে জৌলুসহীন ভাবেই গুরুনানকের জন্মদিন পালিত হয়েছে।