সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার রাস্তায় থাকবে শুধু ইলেকট্রিক গাড়ি, কবে বাস্তবায়ন হ’বে এই প্রকল্প? জানালেন ফিরহাদ হাকিম

ভারতে বাড়তে থাকা দূষণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। তাই দূষণ বন্ধ করার জন্য এবার বৈদ্যুতিক গাড়ি চালানোর কথা বললেন তিনি। যদিও এর আগেও বৈদ্যুতিক গাড়ি চালানোর কথা বলেছিলেন কেন্দ্রের মোদি সরকার। তবে গাড়ির দাম বেশি হওয়ায় এবং চার্জিং স্টেশনের সমস্যা থাকার কারণে বৈদ্যুতিক গাড়ি শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২০৩০ বছরের মধ্যে দেশের সর্বত্র চলবে ইলেকট্রিক গাড়ি, এমন মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই একই মন্তব্য শোনা গেল ফিরহাদ হাকিম এর গলায়।

ফিরহাদ হাকিম বলেন, ২০৩০ সালের মধ্যে কলকাতার রাস্তায় চলবে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি এবং সিএনজি চালিত গাড়ি। তবে পেট্রোল এবং ডিজেলের চালিত গাড়ি আর চলবে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি। বুধবার দূষণ কমানোর জন্য বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা এবং দূষণ হিন ক্ষেত্রের বৃদ্ধিতে কর্মসংস্থান সংক্রান্ত বণিকসভা বেঙ্গল চেম্বার এর একটি অনলাইন সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত হয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে কলকাতায় শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি চলবে।

দূষণ ছড়ায় এমন কোন গাড়ি চলবেনা। পার্কিং এলাকাগুলিতে চার্জিং স্টেশন তৈরি করা হবে। ১০০০ টি সরকারি বৈদ্যুতিক বাস চালানো হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রসঙ্গে বলেছিলেন, জ্বালানি আমদানির খরচ এবং দূষণ কমানোর জন্য বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থা করা হবে। তবে আগামী দিনে পেট্রোল এবং ডিজেলের চালিত গাড়ি একেবারেই বন্ধ করা যাবে না, বিকল্প হিসেবে রাখা হবে তাদের।