সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাঁসখালী সহ একাধিক ‘ধ’র্ষ’ণ’ মামলার ত’দ’ন্তে’র দা’য়ি’ত্ব দময়ন্তী সেনকে দি’লো কলকাতা হাইকোর্ট

চারটি ‘ধ’র্ষ’ণে’র ঘটনায় নজরদারি করতে আইপিএস দময়ন্তী সেন কে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। বিগত দিনের অভিজ্ঞতা বলছে তিনি নিরপেক্ষভাবে তদন্ত করেছেন দময়ন্তী কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার।

মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী মামলার তদন্ত হবে দময়ন্তী সেনের নজরদারিতে। তবে এই তদন্তে তাঁর নজরদারিতে কোন আপত্তি থাকলে আদালতকে জানাতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। গণধ’র্ষ’ণে’র ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত অনেকের।

আরো পড়ুন: লকডাউনে জল-খাবারের অ’ভা’ব, চিৎকার চেঁ’চা’মে’চি বাসিন্দাদের, রইলো ভ’য়া’ন’ক ভিডিও

মমতার এই মন্তব্য ভিন্নমাত্রা যোগ করেছিল বিতর্কে। তবে মুখ্যমন্ত্রী যাই বলুন, বা বিভিন্ন মহল থেকে নির্যাতিতার চরিত্র নিয়ে যে প্রশ্নই তোলা হোক না কেন, কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছিল ভিন্ন তথ্য প্রমাণ।

এই তদন্তে মুখ্য ভূমিকা পালন করেছিলেন আইপিএস দময়ন্তী সেন (যুগ্ম কমিশনার-অপরাধ) ও আইপিএস জাভেদ শামিম (যুগ্ম কমিশনার-সদর)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে।

পার্ক স্ট্রিটকাণ্ডের এই তদন্তে দময়ন্তী সেনের ভূমিকা রীতিমতো নজর কেড়েছিল সংবাদমাধ্যমে। রাতারাতি তাঁকে ‘বাঘিনী’ অ্যাখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে।