সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সারদা চি”টফা’ন্ডে’র টা’কা ফেরাতে কমিটি তৈরির ভা’ব’না কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট এবার এক সদস্যের কমিটি গঠন নিয়ে ভাবনা চিন্তা করেছেন সারদা চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরত দিতে। যদিও কবে এবং কিভাবে কার নেতৃত্বে টাকা ফেরত দেওয়া হবে তা এখনো জানা যায়নি। কমিটি গড়ে টাকা ফেরানোর ভাবনা এবং উদ্যোগ নতুন কথা কিছু নয়। এম পি এস এর সম্পত্তি বেচে থাকা ফেরাতে বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের কমিটি ইতিমধ্যেই কাজ করেছে বহুদিন আগে।

তবে কমিটি উপযুক্ত ভূমিকা পালন করছেন না বলে একাধিকবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাঁচ বছর আগে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুধু এম পি এস নয়, রোজভ্যালি এবং সারদাসহ সংস্থা চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেবে। কিন্তু পরবর্তীকালে এই নিয়ে কাজে অগ্রসর হয়নি বলে জানতে পারা গেছে।

সারদায় প্রতারিতদের টাকা ফেরতের প্রথম কমিশন গড়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেল এর কাছে কেন শ্যামল সেন কমিশনের দাখিল করা চূড়ান্ত রিপোর্ট এখনো পড়ে আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এবারে প্রশ্ন তুলেছেন ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল। শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হবার পর বিপুল পরিমাণ অর্থ কি করেছেন তাও জানতে চান আদালত। শ্যামল সেন কমিশনের সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যেই ৫০ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে ছোট আমানতকারীদের। কিন্তু এখনও বহু আমানতকারী টাকা পান বলে জানা গেছে।