সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতারণার ন’য়া কৌশল, গ্রাহকদের স’ত’র্ক করলো স্টেট ব্যাংক

দীর্ঘদিন ধরে ব্যাংকের টাকা উধাও হয়ে যাচ্ছে। নানা রকম প্রতারণা করে প্রতারকরা বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই সরিয়ে নিতে পারছে লক্ষ লক্ষ টাকা। একটা ফোন আসতে না আসতেই মুহুর্তের মধ্যে গোটা অ্যাকাউন্ট জুড়ে হয়ে যাচ্ছে টাকার অংক শূন্য। এরকম প্রতারণার হাত থেকে যাতে গ্রাহকরা বাঁচতে পারে সেই জন্যেই এবার সোশ্যাল মিডিয়ায় এস বি আই ব্যাংক এর তরফ থেকে দেওয়া হয়েছে একটি বার্তা।

দীর্ঘদিন ধরে এই জালিয়াতির ঘটনা ঘটে আসছে নানানভাবে। সম্প্রতি আরো নতুন নতুন কায়দা তারা তৈরি করেছে। প্রতারকরা গ্রাহকদের কাছে কেওয়াইসি আপডেটের জন্য কল করে গ্রাহকদের ব্যাংক একাউন্ট সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করে নেয়। এছাড়াও ফোনে মেসেজ বা কলের মাধ্যমে গ্রাহকদের দেওয়া হচ্ছে মোটা অংকের টাকার প্রলোভন। ফোনে কিংবা ই মেইলের মাধ্যমে বলা হচ্ছে লোভনীয় পুরস্কারের কথা এবং সেখানে দেওয়া হচ্ছে একটি লিংক, লিংক এ প্রেস করলে মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট থেকে টাকা হাফেজ।

এই সমস্ত কায়দা আগে চলত কিন্তু সম্প্রতি নতুন নতুন আরও ধরনের কায়দা করার চেষ্টা করছে জালিয়াতরা। গ্রাহককে ফোনের মাধ্যমে জানানো হচ্ছে যে তারা এস বি আই ব্যাংকের থেকে করছে এবং এরপরেই গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে একটি পাসওয়ার্ড ওয়ান টাইম এর জানতে চেয়ে সমস্ত টাকা মুহূর্তের মধ্যেই গায়েব করে দিচ্ছে জালিয়াতরা। সমস্ত জালিয়াতির থেকেই এবার স্টেট ব্যাংক সতর্ক থাকতে বলছে গ্রাহকদের।

ইনস্টাগ্রম, ফেইসবুক সহ গোটা সোশাল মিডিয়ায় এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম ঘটনা ঘটলো কোন কোন নাম্বারে ফোন করে সাহায্য চাওয়া যাবে সে ব্যাপারেও জানিয়ে দিয়েছেন এস বি আই ব্যাংক। এস বি আই এর ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নম্বর, ৯৪৪৯১১২২১১,১৮০০১১১১১০৯,০৮০২৬৫৯৯৯৯০ নম্বরে। এছাড়াও আপনি পারবেন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট ইনপরটেন্টে সরাসরি অভিযোগ করতে। এখানে অভিযোগ করতে আপনাকে ফোন করতে হবে ১০৫২৬০ নম্বরে।