সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Didi No1-র মঞ্চে অনামিকা সাহার মিমিক্রী করলেন রুকমা! হাসির রো’ল সে’ট’জু’ড়ে

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1 আটটা সিজন পেরিয়ে সম্প্রতি পা রেখেছে 9 নম্বর সিজনে। বাকি সিজনগুলির মতো এই সিজনেও সঞ্চালিকার ভূমিকায় সেই সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জী। বলা যায় রচনা ব্যানার্জিই হলেন এই শো-এর প্রধান ইউএসপি। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই শো সমান ভাবে জনপ্রিয় হয়ে আসছে। আর তার প্রধান কারণ রচনা ব্যানার্জীর সঞ্চালনা।

বছরের পর বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মহিলারা এই শো-তে অংশগ্রহণ করে আসছে এবং এই মঞ্চেই তারা তাদের জীবনের নানান ওঠা পড়া সুখ-দুঃখের কাহিনী সকলের সাথে ভাগ করে নেন। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই শো-তে সামিল হতে ভালোবাসেন।

তাই প্রতি সপ্তাহেই কোনো না কোনো দিন চার জন করে তারকার দেখা মেলে এই শো-এর মঞ্চে। তারাও তাদের কাহিনী সকলের সাথে ভাগ করে নেন। আর পছন্দের সেলিব্রেটিদের কথা জানতে তাদের ভক্তরা তো সবসময়ই মুখিয়ে থাকে।

তাছাড়া রবিবার এই শোয়ের সানডে ধামাকা স্পেশাল এপিসোড থাকে। গতকাল এই স্পেশাল এপিসোডে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘লালকুঠি’ পরিবার সহ জি বাংলার জনপ্রিয় তিনটি সিরিয়ালের পরিবার।

আরো পড়ুন: সবাই কে বি’দা’য় জানিয়ে “আয় তবে সহচরী” খ্যাত কনীনিকা কোথায় গেলেন?

এদিন এই লালকুঠি সিরিয়াল থেকে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসেছিলেন সিরিয়ালের নায়িকা অনামিকা চরিত্রে অভিনীত অভিনেত্রী রুকমা রায় সহ আরও চার জন সদস্য। সকলেই জানেন যে এই অভিনেত্রীর গানের গলাও অসাধারণ। গান, অভিনয়ের পাশাপাশি রুকমার আরও একটা বিশেষ গুণ রয়েছে, তা জানেন কি!

সে খুব ভালো মিমিক্রি করতে পারে। এদিন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসে সিরিয়ালের ঠাম্মি অভিনেত্রী অনামিকা সাহাকে নকল করে দেখাতেই তার অসাধারণ মিমিক্রি শুনে শো এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি সহ অন্যান্য দেশের সদস্যরা হো হো করে হাসতে থাকেন। তবে অনামিকা সাহাকে নকল করা এই প্রথমবার নয়, এর আগেও একবার সিরিয়ালের প্রোমোশনের জন্য দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন রুকমা। সেবার বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাও মঞ্চে উপস্থিত ছিলেন।

সেইবার তাঁর অনুমতি নিয়েই হুবহু অনামিকা সাহার গলা নকল করে দারুন মিমিক্রি করে শুনিয়েছিলেন রুকমা। আর এদিনও মঞ্চে দাঁড়িয়ে রূকমা বলেন তিনি ঠাম্মির আশীর্বাদ নিয়েই খেলতে এসেছেন এবং সেইসাথে রুকমা তার ঠাম্মির হুবহু নকল করে জানিয়েছেন ‘জিতে আসতে হবে’। আর তিনি রুকমাকে ফল নিয়ে যেতেও বলেছেন। তার মধ্যে অন্যতম বেদানা আর শাঁকালু। এই পর্বের ভিডিও নেট দুনিয়ায় শেয়ার হতেই তা ব্যাপক ভাইরাল হয় এবং নেটিজেনরা হাসিতে ফেটে পড়েন।