সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

La Nina Effect In India: গরমকাল-বর্ষাকাল তো গে’লো! এবার ঠান্ডা নিয়ে আ’শ’ঙ্কা প্র’কা’শ করলো হাওয়া অফিস

এবছর প্রকৃতির খামখেয়ালিপনায় কিছুটা দেরি করেই বর্ষা বিদায় নিয়েছে। বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে রীতিমতো ভেসেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। এখন আপাতত বর্ষা পেরিয়ে হেমন্ত ঢুকেছে বঙ্গে। শীতের পূর্বাভাস নিয়ে হেমন্ত এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি, চলতি বছর প্রবল শীতে কাঁপবে বাংলা। গত কয়েক বছরের তুলনায় এই বছর দারুন শীত পড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর।

প্রশান্ত মহাসাগরের আবহাওয়া পরিবর্তনের কারণেই এমনটা হবে বলে অনুমান করা হচ্ছে। গোটা বিশ্বে পড়বে তার প্রভাব। লা নিনার প্রভাব এই পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। লা নিনা এমন একটি প্রক্রিয়া যা প্রশান্ত মহাসাগরের উপর ঘটে এবং সারা বিশ্বের জলবায়ুর উপর প্রভাব ফেলে।

আমেরিকা থেকে এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এই চক্র। এই চক্রের প্রভাবে প্রশান্ত মহাসাগরে বৃষ্টির জল এবং বায়ুতে অস্বাভাবিক পরিবর্তন আসে। সারাবিশ্বের বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু সঞ্চালনের ধরনকে প্রভাবিত করে এই চক্র। এল নিনোকে উষ্ণায়নের প্রভাব হিসেবে দেখা হয়। অর্থাৎ লা নিনা এবং এল নিনো একই মুদ্রার এপিঠ ওপিঠ। লা নিনার প্রভাবে শীতল প্রভাব হয়। একইভাবে এল নিনোর প্রভাবে উষ্ণায়নের প্রভাব দেখা যায়।

লা নিনার প্রভাবে শীতকালে বাতাস দ্রুত প্রবাহিত হয়। নিরক্ষরেখা কাছাকাছি জায়গায় এবং তার আশেপাশের জল স্বাভাবিকের চেয়ে ঠান্ডা হয়ে পড়ে। সমগ্র বিশ্বের আবহাওয়াকে ব্যাপক প্রভাবিত করে সমুদ্রের তাপমাত্রার এই পরিবর্তন। লা নিনা ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। তাই এই বছরের শীতের মরসুম শুরু হতে আর বেশী দেরী নেই।