সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেক্ট্রিক শকে না’কি ‘লি”ঙ্গে”র’ শিথিলতা দূ’র হ’য়ে যাচ্ছে! দা’বি করছেন গবেষকরা

পু’রু’ষা’ঙ্গ নিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হন অনেকেই এবং যার জন্য সেই সমস্ত সমস্যা গোপনীয় হয়ে থাকলেও অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যান বিভিন্ন চিকিৎসকদের কাছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা নানান রকমের ওষুধের মাধ্যমে নিজেদের সমস্যা গুলোকে দূর করে থাকেন।

তবে সম্প্রতি এই পু’রু’ষা’ঙ্গে’র সমস্যা নিয়ে একটি তথ্য পাওয়া গেছে যেটা সত্যিই চাঞ্চল্যকর। লেবাননের কিছু গবেষক দাবি করেছেন যে, ইলেকট্রিক শকের মাধ্যমে লিঙ্গের শিথিলতা দূর করা সম্ভব এবং তারা এ বিষয়ে পরীক্ষা করেছেন এবং তারা সাফল্য লাভ করেছেন।

দাম্পত্য সম্পর্কে মধুর জায়গায তৈরি হয় ‘যৌ’ন’সু’খে’র মাধ্যমে। যদি কোন রকম সমস্যা হয় তাহলে দাম্পত্যজীবনেও হতে পারে নানা রকম সমস্যা, সেই বিষয়ে কিছু তথ্য আবিষ্কার করেছে এবং যেটাই তুলে ধরেছেন সকলের সামনে। এশিয়ার জার্নাল অফ ইউরোলজি নামের একটি জার্নালে এই ধরনের তথ্যই উঠে এসেছে।

আরো পড়ুন: আপনি কি সোমবারে জন্মেছেন? কেমন স্ব’ভা’বে’র মানুষ আপনি?

ওই জার্নালে বলা হয়েছে ১৮ বছরের এক যুবক বহুদিন ধরেই তার লিঙ্গ শীথিলতায় ভুগছিলেন, এবং ৪০ সেকেন্ড হতে না হতেই তার লিঙ্গ শিথিল হয়েছে এর ফলে তার সঙ্গীকে ‘যৌ’ন’সু’খ দিতে পারত না।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সে চিকিৎসকের কাছে আসে এরপর একটি ক্লিনিকে তার ওপর প্রয়োগ করা হয় শক থেরাপি।

এই থেরাপি দেওয়ার জন্য দুটি বিদ্যুতের তার ব্যবহার করা হয়েছিল এবং যেটাই ওই যুবকের লিঙ্গে ছোয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। প্রায় আধঘন্টা ধরে এই শক দেওয়া হয় এবং যার ফলে এ সমস্যা থেকে মুক্তি পায় সেই যুবক।

এই চিকিৎসার পরে এখন প্রায় সাড়ে তিন মিনিট ধরে সে সঙ্গমে লিপ্ত হয় তবে অনেকের মতে এই ধরনের একটি চিকিৎসার ফলে অনেক সময় পার্শপ্রতিক্রিয়া ও হতে পারে।