সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেউ WhatsApp হ্যা’ক করার চে’ষ্টা করছে? এবার আ’স’বে Alert

whatsapp এবার তার ব্যবহারকারীদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সার্ভিস চালু করতে চলেছে। অনলাইন মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে whatsapp ব্যবহার করতে অভ্যস্ত হয়ে পড়েছেন সকলে।

এখন অফিসের কাজ থেকে স্কুল কলেজের বিভিন্ন কাজ, গ্রুপ ভিডিও কল, টাকা লেনদেনের কাজটাও whatsapp মারফত হচ্ছে। whatsapp এর একের পর এক আপডেট আসছে।

সেই তালিকাতে এবার নতুন সংযোজন হয়েছে লগইন অ্যাপ্রুভাল। অর্থাৎ এতে অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়বে বলে মনে করা হচ্ছে। এই নতুন বিষয়ের উপর কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরো পড়ুন: শিক্ষক-জল-শৌচাগার কিছুই নেই! স্কুলের বে’হা’ল দ’শা দেখিয়ে শিক্ষকদের রো’ষে খুদে সাংবাদিক পড়ুয়া

আপাতত এই ফিচার ডেভেলপমেন্টের পর্যায়ে আছে। এখনো পর্যন্ত বিটা পরীক্ষার জন্য রিলিজ করা হয়নি এই ফিচার। রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যদি কেউ তাদের একাউন্টে লগইন করার চেষ্টা করেন সেক্ষেত্রে ফোনের অ্যাপে এলার্ট পাবেন।

facebook, instagram এর মতোই নোটিফিকেশন পাবেন তারা। এতে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি আরো জোরদার হবে।এখন ফেসবুকের এলার্ট নোটিফিকেশন ব্যবহারকারীদের অনেকটাই স্বস্তি দেয়।

কেউ যদি আপনার একাউন্টে অ্যাক্সেস করার চেষ্টা করে সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন এসে যায়। কোন স্থান, ডিভাইসের নাম, মডেলের নোটিফিকেশন চলে আসে। হোয়াটসঅ্যাপেও এবার সেরকমই ব্যবস্থা আনা হচ্ছে।