সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাইনাস ২০ ডিগ্রি ঠা’ন্ডা’য় ১৫ হাজার ফিট উঁ’চু’তে ITBP জওয়ানরা কাবাডি খেলছেন, ভাইরাল ভিডিও

সম্প্রতি আইটিবিপি জওয়ানদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ১৫ হাজার ফুট উচ্চতায় তারা একত্রে কাবাডি খেলছেন। উচ্চতায় তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের নিচে, সেখানেও তারা দিব্যি কাবাডি খেলা চালিয়ে যাচ্ছেন। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় এই ধরনের দৃশ্য সত্যি দেখা যায় না।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করতে একেবারে অবাক নেটিজেনরা। সত্যি কি ধরনের শক্ত দৃঢ় মনোবল থাকলে এই কাজ করা সম্ভব।

অবশ্য তাদের জন্য এটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এই ধরনের তাপমাত্রায় তাদের থাকার অভ্যাস রয়েছে। তাদের শরীরকে তারা এমনভাবে তৈরী করেছে ,যেকোনো জায়গাতেই তারা দারুণ ভাবে খাপ খাওয়াতে পারে নিজেকে।

তাই সাদা বরফের ঢাকা পরিবেশও যেন তাদের কাছে নস্যি। তারা এইসমস্ত জায়গাতেই জীবনের অর্ধেক সময় কাটিয়ে থাকে। তারা সেখানেই কুচকাওয়াজ থেকে শুরু করে সমস্ত কিছুই করে। তাই আমাদের মত সাধারন মানুষের অবাক লাগলেও, এগুলো তাদের কাছে নস্যিই বটে।

আরো পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড ছোঁ’ড়া হলো নলহাটিতে, অ’ভি’যু’ক্ত স্বামী

এটা অবশ্য নতুন নয় এর আগেও তাদের ঠিক এমন উচ্চতাতেই ও এমন তাপমাত্রা তেই ভলিবল খেলতে দেখা গিয়েছিল। কাবাডি খেলার ভিডিও এখন দারুণভাবে ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

পাহাড়ি এলাকায় কাবাডি খেলে চমকে দিয়েছে সবাইকে। তুষারাবৃত চত্ত্বর সেখানে তারা কাবাডি খেলছেন, হয়তো খেলার নিয়ম অনুযায়ী গড়াগড়িও করছে। সবাই ভারতীয় সেনাদের সাহস , মনোবলের প্রশংসা করেছেন।

সত্যি তাদের প্রশংসা করলেও শেষ হবে না। তারা নিজেদের পরিবারকে ছেড়ে কিভাবে শীত গ্রীষ্ম বর্ষা তে দেশের হয়ে দেশের রক্ষার স্বার্থে সেইসব পরিবেশে দাঁড়িয়ে পাহারা দেয়। ভাবলেই আমাদের গা শিউরে ওঠে। সামান্য ঠান্ডাতেই আমরা কাহিল হয়ে পরি আর তারা ঠাঁয় দাঁড়িয়ে থাকে ভারত মাতার রক্ষার স্বার্থে, দেশ বাসীর শান্তির ঘুমের জন্য।