সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমার “ঘনা” বেপাত্তা, শুয়োরকে কা’ছে পে’তে কলকাতা হাইকোর্টের মা’ম’লা

সুন্দরভাবে আদালত চত্ত্বরে বেড়ে উঠছিল ঘনা, সেখানেই একেবারে ঘাটি গেড়ে বসেছিল সে। তার ওপরে আদালতের আইনজীবীদের আদরের কোনো খামতি ছিল না। আদালত চত্ত্বরে যারা আসত তারা সবাই ঘনাকে একেবারে আগলে রাখত।

কিন্তু সেই সবার আদরের ঘনা সবার সামনে থেকেই উধাও হয়ে গেল।স্বাভাবিকভাবেই সবাই ঘনাকে প্রাথমিক ভাবে খোজার চেষ্টা করে, কিন্তু তেমন একটা লাভ হয় না। এর পরেই করা হয় আদালতে মামলা।

কিন্তু দেখা গেছে যে পুলিশের নেই কোনো ততপরতা, সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ঘনার নিরুদ্দেশ হওয়া নিয়ে।বিচারপতি শম্পা সরকারের অধীনেই এই বিচারের শুনানি হবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: রাতের শহরে মহিলাদের মা’রা’মা’রি, চললো এলোপাতাড়ি চড়-কিল-ঘুষি, রইলো ভিডিও

কিন্তু এই ঘনা নিয়ে ছোটবেলা থেকেই কল্যাণী আদালতে বড় হয়ে অঠা তার। সবার চোখের সামনেই তার বড় হয়ে ওঠা। তবে হঠাত এভাবে হারিয়ে যাওয়ার কারণ কি? অবশ্য সিসিটিভি ফুটেজে ধরা পরেছে যে কয়েকজন গাড়িতে করে এসে সকাল ৫ টায় ঘনাকে তুলে নিয়ে পালিয়েছে।

ঘনার এই ভাবে হারিয়ে যাওয়া নিয়ে সবাই চিন্তিত। খবর চাউর হতেই ঘনার হারিয়ে যাওয়ার খবর, আইনজীবি অনুমিতা ভদ্র কল্যাণী থানায় অভিযোগ জানায়।

কিন্তু সেখানে কাজ না হওয়ায়, কল্যাণী এজি এম আদালতে দারস্থ হয়, সেখান থেকেই নির্দেশ দেওয়া হয় যে যেভাবেই হোক ঘনাকে খুজে বের করতেই হবে। কিন্তু দীর্ঘদিন ঘনার খোজ না মেলায় শেষ্পর্যন্ত মামলা কলকাতা হাইকোর্টে উঠেছে।