সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি পায়রার বা’সা আ’ছে? এটি কিসের ই’ঙ্গি’ত জানুন

এখনও এমন অনেক ব্যাক্তি আছেন যারা বাড়িতে পায়রা পোষেন। পায়রা পুষতে ভালোবাসেন। কিন্তু বাস্তু শাস্ত্র মতে পায়রা শান্তির প্রতীক তাই তাকে কখনো ধরে রাখতে নেই। বাস্তু মতে বাড়িতে পায়রা ধরে রাখলে বাড়ির ক্ষতি হয়। বাড়িতে পায়রা বা পায়রার বাসা বাড়ির জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসে! বলে বলা হয়ে থাকে। তাই কোনো বাড়িতে যদি পায়রার বাসা থাকে, তাহলে সেটি সঙ্গে সঙ্গে দূর করা উচিত।

বিশেষ করে যারা বাস্তু মতে ঘর বানান বা বিশ্বাস করেন তাদের জন্যে এই প্রতিবেদন। পায়রার বাসা দেখতে সুন্দর লাগলেও বাড়িতে পায়রা অশুভ সংকেত বয়ে আনে বলে মনে করা হয়। তাহলে বাড়িতে যদি পায়রা বাসা বাঁধে বা পায়রা থাকে তাহলে কিভাবে তাকে দুর করবেন আসুন জেনে নেওয়া যাক।

১. বাড়িতে ভেন্টিলেটর, কাঁচের গুলগুলি ইত্যাদি থাকলে সেগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যাতে পায়রা আসতেই না পারে।

২. পায়রাকে খেতে দেওয়া যাবে না , তাহলে সে প্রশ্রয় পেয়ে যাবে এবং বাসা বানানোর জন্য আপনার বাড়িতে চলে আসবে। তাই পারলে পায়রা দেখলেই তাকে তাড়ান।

আরো খবর: ফের চ’ম’ক দি’তে চলেছেন তা’রা, এবার সন্তানের জ’ন্ম দেবেন স’ম’কা’মী দম্পতি

৩. বাসা আগে থেকে থাকলে শুধু সেটি পরিষ্কার করলেই চলবে না। সেখানে জীবাণু নাশক স্প্রেও দিতে হবে।

৪. বাসা আগে থেকেই করে থাকলে, সেটি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে বাড়ি থেকে বিতাড়িত করুন। নইলে জীবনে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে।

৫. এছাড়াও পায়রা বিড়াল বা ঈগলকে ভয় পায় তাই একটা পুতুল বিড়াল বা ঈগল বাড়িতে রেখে দিন যেখানে পায়রা আসে দেখবেন ভয়ে আর আসছে না। কারন পায়রা এই দুটো প্রাণীকে খুব ভয় পায়।

এভাবেই বাড়ি থেকে পায়রা বিতাড়িত করুন। আর ভুল করেও পুষতে যাবেন না। পায়রা পোষা খুব খারাপ বলে মনে করা হয় বাস্তু মতে।