সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের দেশে ক’রো’না ছড়াতে পা’রে! দেশবাসীকে স’ত’র্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

২০২০ সাল থেকে যেভাবে করোনার দাপট গোটা বিশ্বের উপর আছড়ে পরেছে তাতে জনসাধারণের জীবনযাত্রায় অনেক ব্যাহত হচ্ছে, করোনার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ উপড়ে যাওয়ার পর এবার নতুন করে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সেখানে তার বক্তব্য রাখেন এবং যেখানেই করোনা সম্পর্কে জনসাধারণকে সর্তকতা অবলম্বন করতে বলেন।

তিনি করোনাকে বহুমুখী রোগ বলে ও ব্যাখ্যা করেন। তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বলেন,” করোনা একটা মহা বিপদ এবং এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি যে করোনা হয়তো নেই কিন্তু আসলে এটা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে কবে কোথায় কীভাবে এই রোগ আবার দেখা দেবে সে ব্যাপারে আমরা কেউই কিছু জানিনা”।

আরো পড়ুন: মুখ্যমন্ত্রী কেন ‘খু’নি’ ও ‘ধ’র্ষ’ক’দে’র’ হয়ে ওকালতি করছেন?: অধীর

তিনি জানান বর্তমান সময় পর্যন্ত ১৪৮ কোটি মানুষজন ইতিমধ্যে করোনার ডোজ পেয়েছে। তবে গুজরাটে একটি নতুন করোনার ভেরিয়েন্ট দেখা পেয়েছে বলেই জানা গেছে। নতুন ভেরিয়েন্টের নাম এক্স ই যেটি পাওয়া গেছে গুজরাটের একটি ব্যক্তির মধ্যে।

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্ত রাজ্যে অমিক্রণের থেকেও ভয়ানক সংক্রমণ ছড়ায় এমন একটি ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নতুন ভেরিয়েন্ট অত্যন্ত সংক্রমণ ছড়াবে। ইতিমধ্যে করোনার সংক্রমণ কমে যাওয়ার কারণে গোটা দেশেই নতুন করে আবার সমস্ত কিছুই শুরু হয়েছে কিন্তু এরকম একটি খবর যে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে মানুষকে ফেলে দিয়েছে বেশ অস্বস্তি।

আরো পড়ুন: স’ত্যি কি ‘ধ’র্ষ’ণ’ করা হয়েছিলো না মেয়েটি প্রে’গ’নে’ন্ট ছিলো? হাঁসখালী নি’য়ে যা বললেন মমতা

জানা গেছে যে করোনার বি ওয়ান এবং বি টু এই দুটি ভেরিয়েন্ট চরিত্র বদল করে এক্স ই তে পরিণত হয়েছে যা বহু গুণ পর্যন্ত সংক্রমণ ছড়াতে বলে মনে করা হচ্ছে। চারাগাছের ইতিমধ্যেই এই নয়াবাজার টি তে আক্রান্ত হয়েছে প্রায় ৬০০ বেশি মানুষ।

বিশেষজ্ঞদের মতে যেভাবে মিউটেশান করা হচ্ছে তার ফলেই এই করোনা ভাইরাস নানানভাবে রূপ পরিবর্তন করে ফিরে আসছে। বিশেষজ্ঞদের মতে যত মিউটেশনের ফলে চরিত্র বদল করলে করোনাভাইরাসের ততই তার মারন ক্ষমতা কমে যাবে।