সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোস্টেল থেকে খুলে ফেলা হচ্ছে সিলিং ফ্যান, পড়ুয়াদের আ’ত্ম’হ’ত্যা রুখতে উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের

পড়াশোনার প্রবল চাপে পড়ে আজকাল বহু শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে স্কুলে কোন কারণে শিক্ষকের তিরস্কারের সম্মুখীন হলেও শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন। এমতাবস্থায় বুড়োদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখা এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক সহজ ও মজবুত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবার পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রুখতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো। হোস্টেলের সিলিং ফ্যান খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। শুধু তাই নয় পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ঠেকাতে বিপদজনক বারান্দা ও ছাদে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

ক্যাম্পাসে আত্মহত্যা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস পৃথিবী বিখ্যাত একটি ইন্সটিটিউশন। চলতি বছরেই সেখানে চারজন পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। দুই হাজার কুড়ি সালে আত্মহত্যা করেছিলেন দুইজন। এই অবস্থায় কর্তৃপক্ষের তরফ থেকে আভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী 15 দিনের মধ্যেই হোস্টেলের ঘরগুলি থেকে সিলিং ফ্যান খুলে নিতে হবে।

এমন ফ্যান লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ঝুলে আত্মহত্যা সম্ভব হবে না। তবে এতেও সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন একাংশ পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে 88% পড়ুয়া মনে করছেন ফ্যান পাল্টালেও আত্মহত্যা রোখা সম্ভব হবে না। 90% পড়ুয়ারা চাইছেন না হোস্টেলের ঘরের ফ্যান বদল করা হোক। 6% পড়ুয়া অবশ্য বলেছেন হোস্টেলের সিদ্ধান্তে তাদের কিছু যায় আসে না।