সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে ত’ল্লা’শি ED-র, বীরভূম জু’ড়ে জো’র গুঞ্জন

শিক্ষা থেকে স্বাস্হ্য সব দিক থেকেই দুর্নীতির মামলায় জড়িয়ে পরেছে তৃণমূল, এসএসসি দুর্নীতির জন্য ইতিমধ্যে তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হয়েছে ইডির কাছে।

এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি খোঁজখবরের জন্য। একের পর এক সন্ধান চালাচ্ছে তারা, আরো কোনো অন্য কোনো অর্থ রয়েছে কিনা সেই খোঁজে।

ঠিক এই পরিস্থিতির মধ্যে এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেল ইডি। একেবারে কোন আগাম খবর না দিয়েই বীরভূমে সিউড়ি এলাকায় অনুব্রত ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডি।

আরো পড়ুন: আদৌ কি মুড়িতে GST? স্প’ষ্ট উত্তর দিলেন অর্থমন্ত্রী

বর্তমানে দারুন জলঘোলার শিকার তৃণমূল কংগ্রেস। এই টুডু মন্ডল একজন বড় ব্যবসায়ী, এখানেই শেষ নয় কারণ ইডির একটি দল বাশপাড়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানের বাড়িতে হানা দিয়েছে। মনে করা হচ্ছে সেখান থেকেও মিলতে পারে বিভিন্ন তথ্য।

এর আগে অনুব্রত মণ্ডল কে কয়লা পাচারকাণ্ডে সিবিআই তলব করেছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজর রয়েছে তৃণমূলের এই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের ওপর। সিবিআইয়ের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনুব্রত মণ্ডল কে।

এমনকি তার দেহরক্ষী সায়গাল হোসেন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এই সায়গাল খানের তদন্ত করতে গিয়েই আরো বাকি তৃণমূল নেতার নাম উঠে এসেছে। যে সূত্র ধরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার হানা দিয়েছে তাদের বাড়ি।