সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠাকুরঘরে কোথায় ব’সা’বে’ন কোন দেব-দেবীর মূ’র্তি, ভু’ল অবস্থান ডে’কে আনতে পা’রে সংসারে অ’শা’ন্তি

কোন ভগবানকে কোনদিকে স্থাপন করতে হবে তা সঠিকভাবে জেনে নিন। হনুমান জি কে বসানো উচিত ঘরের পূর্বদিকে এবং প্রসাদে দেয়া উচিত তুলসী পাতা। নারায়ন দেব কেউ ঘরের পূর্বদিকে স্থাপন করে সঠিক নিয়ম অনুসারে পুজো করা উচিত। দেবী কালী, দুর্গা, লক্ষ্মী,শীতলা ও দেবী সরস্বতীকে উত্তর দিকের দেয়ালে বসিয়ে উত্তর দিকে মুখ করে পুজো করা উচিত।

মহেশ্বর কে স্থাপন করা উচিত ঘরের উত্তর অথবা ঈশান কোণে। নারায়ন দেব ও সূর্যদেবের পূজা-অর্চনা করতে চাইলে তাদের পূর্বদিকে স্থাপন করা উচিত।বরুণদেব কে সবসময় ঘরের দক্ষিণ দিকে স্থাপন করা উচিত। এবং ব্রহ্মদেব কে ঘরের মধ্যস্থলে রেখে ভক্তকে ঈশান মুখী হয়ে পুজো করা উচিত।

শিবলিঙ্গে সব সময় একটি অখন্ড বেলপাতা রাখা উচিত। ঠাকুর ঘরে কখনো ঝুল জমতে দেওয়া উচিত নয়।ঠাকুরঘর সবসময় পরিষ্কার রাখবেন এবং একই দেবতার অনেকগুলি ছবি একসাথে রাখবেন না।

যেকোনো একটি ছবি রাখবেন। বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর ও ঠাকুর মন্দির বানান। ভক্তির সাথে ঠাকুর পুজো করুন।দেখবেন জীবনে শান্তি ও সফলতা আসবেই।