সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন জ’ন্ম দিলেন? ডাক্তারের বি’রু’দ্ধে মা’ম’লা করে কোটি টা’কা আ’দা’য় করলেন তরুণী

ইংল্যান্ডের এক তরুণী তাঁর মায়ের চিকিৎসকের বিরুদ্ধে মামলা লড়ে কোটি টাকা জরিমানা আদায় করলেন।তিনি প্রশ্ন তুললেন, তাঁকে জন্ম দেওয়া হয়েছিল কেন? কেন মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছিল? এই তরুণী মায়ের চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার মামলা করেন। ইতিমধ্যে সেই মামলা জিতেও গিয়েছেন। নজিরবিহীন এই ঘটনা ঘটিয়েছেন মেরুদণ্ডের কঠিন রোগে আক্রান্ত ইংল্যান্ডের বছর কুড়ির তরুণী এভি টোম্বিস।

আসলে, ইংল্যান্ডের বছর কুড়ির তরুণী এভি টোম্বিসের আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবন নয়। জন্ম থেকেই স্পাইনা বিফিডা নামের মেরুদণ্ডের বিরল রোগে আক্রান্ত। এই রোগের ফলে কোনও কোনও দিন ২৪ ঘণ্টাই তাঁকে টিউবের সাহায্যে চলতে হয়। এভির মতে, তাঁর মতো মানুষের জন্মানোই উচিত হয়নি। সব রাগ গিয়ে পড়েছে মায়ের চিকিৎসকের উপরে। তরুণীর অভিযোগ, চিকিৎসক ড. ফিলিপ মিচেল মাকে গর্ভাবস্থায় সঠিক পরামর্শ দেননি।

সেই কারণেই তিনি চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। চিকিৎসক যদি তাঁর মাকে বলতেন, গর্ভের সন্তান স্পাইনা বিফিডা-র মতো কঠিন রোগে আক্রান্ত হতে পারে, সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এবং প্রয়োজনীয় ওষুধ খাওয়ার খুব প্রয়োজন, তা হলে হয়তো তাঁর এই অবস্থা হত না।

অথবা মা যদি সন্তানধারণ না করত, তাহলেও বিষাদময় জীবন পেতে হত না তাঁকে।বুধবার লন্ডন হাই কোর্টে বিচারপতি মন্তব্য করেন, এভির মামলাটি নজিরবিহীন। আদালতের পর্যবেক্ষণ, যদি এভির মাকে সঠিক পরামর্শ দেওয়া হত তবে তিনি পরেও সন্তানধারণ করতে পারতেন।