সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লন্ডন থেকে ডিগ্রি লা’ভ করা ভু’য়ো ডাক্তার ধৃ’ত কোচবিহারে, ব্যা’প’ক গন্ডগোল

পকেটে তার ভারী ভারী ডিগ্রি থাকার সত্ত্বেও এমবিবিএস বলতেই হোঁচট খেতে হয় কয়েকবার। এই ধরনের অবস্হা দেখেই সন্দেহ জাগে পুলিশের। আসলে কোচবিহার জেলার খাগড়াবাড়ি চৌপোথির এক আয়ুর্বেদিক দোকানে চেম্বার রয়েছে সেই ব্যক্তির।

শুধু ডিগ্রি বলে ডিগ্রি, তার কাছে আছে নাকি লন্ডনের ডিগ্রি। তার বাড়ি পুন্ডিবাড়ি থানার পূর্ব চন্দনচৌরা এলাকায়, তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গত শুক্রবার গ্রেফতার করা হয় তাকে। আসলে পুলিশ সূত্রে জানা গেছে, সেই ব্যক্তির কাছে আছে নাকি বিদেশী ডিগ্রি, যেটা আদও বিশ্বাস হয়নি পুলিশের।

মনে করা হচ্ছে ভুয়ো ডিগ্রি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে সে।তাকে সামান্য এমবিবিএস এর অর্থ ও পুরো নামটা বলতে বলা হয়েছিল, কিন্তু সেটা বলতেই তার ১০০ বার হোঁচট খেতে হয়েছিল। ইতিমধ্যেই তার ডিগ্রি খতিয়ে দেখেছেন পুলিশ।

আরো পড়ুন: নরেন্দ্র মোদি ও ইন্দিরা গান্ধীর মধ্যে কে আপনার প্রি’য়? দা’রু’ন উত্তর দিলেন অজয় দেবগণ

এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও অনেক ভুয়ো ডাক্তারের খোঁজ পাওয়া গেছে কোচবিহার থেকে। অসম থেকে যারা চিকিৎসা করা হয়, তাদের সাথেও এইভাবে প্রতারণা করা হয় বলেও জানানো হয়েছে।

তাই পুলিশ ও প্রশাসন একেবারে নড়েচড়ে বসেছে। কোনোভাবেই যাতে এই ধরনের কার্যকলাপ আর কোচবিহারের বুকে না হয়, তার জন্য যা করণীয় সেটাই করবে প্রশাসন।