সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রকৃ’তি’র খেলা! নদীর জল উ’ড়’ছে আকাশে, ভিডিও ভাইরাল

বাংলাদেশের একটি ভিডিও সম্প্রতি দারুণ ভাইরালহয়েছে স্যোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মেঘনার জল উড়ছে আকাশে, আজ্ঞে হ্যা টাংকি মাছঘাটের মতস আড়তের কর্মচারী মজিদ হোসেন নামে এক ব্যাক্তি এই পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে এই আশ্চর্য করা দৃশ্য। এই ভিডিও দেখে অনেকেই বিশ্বাস করতে চায় নি কিন্তু স্থানীয় প্রসাশন জানিয়েছেন এমন কোনো ঘটনা ঘটে নি সেখানে। নদীর জল কিভাবে আকাশে উঠতে পারে?

স্যোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে নদীর জল আকাশে উড়ছে অনেকেই মনে করছে ঘটনাটি লক্ষীপুরের রামগতিতে মেঘনা নদীর। মজির নামের সেই ব্যাক্তি স্যোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বলেছেন, সত্যি প্রকৃতির কি ভয়ঙ্কর রুপ, যা চোখে না দেখলে বিশ্বাস করাই যেত না।

সে ভিডিও শেয়ার করে রামগতির টাংকি ঘাটের উল্লেখ করেছেন। দুপুরে খাওয়ার পরেই ৩ টার দিকে নদীর পারে বসে ছিলেন। আর তখনই হঠাত দূরে এই দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যান। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি মজির, কিন্তু পরে তার মাথায় আসে যে ভিডিও করে সবাইকে দেখানো যাবে।

আরো পড়ুন: শেষ হ’লো ট্রায়াল, নতুন “বন্দে ভারত ট্রেন” আগামী মাসের যাত্রা শু’রু করতে পা’রে!

যদিও সেখানকার মৎস্যজীবী দের চোখে এই দৃশ্য চোখে পরে নি। আব্দুর নামে এক মাছ ব্যবসায়ী বলেন, আমি টাংকি ঘাটে দীর্ঘদিন ধরে ব্যবসা করি কিন্তু এমন দৃশ্য কখনও চোখে পরে নি। এদিকে এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসনেরা খোজ নেয় , তারা জানায় বিকালে এলাকার ইউনিয়ন পরিষদ প্যানেলের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, স্থানীয়দের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটে নি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলার প্রাণ।