সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোনা পা’চা’রে অভিযুক্ত কেরলের মুখ্যমন্ত্রীর বি’রু’দ্ধে আঙ্গুল তুললেন, বললেন তিনি সব জানেন

সম্প্রতি কেরালা সোনা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত স্বপ্না সুরেশ ধরা পড়েছে। এই অভিযুক্ত ধরা পড়ার পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তার পরিবারের সদস্য ও তৎসহ কেরালার একাধিক আমলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। দিন দুয়েক আগেই তিনি আশঙ্কা প্রকাশ করেন এই বলে যে তাকে খুন করা হতে পারে।

কোচিতে ম্যাজিস্ট্রেটের কাছে 164 সিআরপিসি স্টেটমেন্ট দিয়েছে এই ব্যক্তি। সম্প্রতি আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি জানেন সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী জানতেন।

তিনি আরো বলেন আদালতে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যরা এই সোনা পাচারের সঙ্গে কিভাবে জড়িত। এছাড়াও কেরালার আমলা এম শিবশঙ্কর, নলিনী নেট্টো, প্রাক্তন মন্ত্রী কে টি জলিল ও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব সিএম রবীন্দ্রন এর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ এনেছেন ওই ব্যক্তি।

আরো পড়ুন: যু’দ্ধ পরিস্থিতিতেই কিয়েভের অনেক থিয়েটার খু’ল’লো, সবগুলোই হাউজফুল

2016 সালের এখন মুখ্যমন্ত্রী আরব আমিরশাহির যাচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্তের দাবি তিনি সেই সময় কনস্যুলেটের সচিব ছিলেন। মুখ্যমন্ত্রী সেই সময় একটি ব্যাগ নিতে ভুলে গিয়েছিলেন।

সেই ব্যাগ দুবাইতে আনার কথা ছিল। এরপর একজন কূটনীতিকের হাত ধরে সেটি দুবাইতে পাঠানো হয়। স্ক্যান করার সময় জানা যায় ওই ব্যাগের মধ্যে ভর্তি টাকা রয়েছে।

অভিযুক্তের বক্তব্য তিনি এখন সব কিছু বলতে পারছেন না। তবে সুযোগ পেলে তিনি সব কিছু বলতে চান। তিনি আশঙ্কা করছেন তাকে খুন করা হতে পারে।

দুই হাজার কুড়ি সালে বাথরুমের ফিটিংস এর মধ্যে 30 কেজি সোনা লুকিয়ে রাখার অভিযোগের ভিত্তিতে সিবিআই তাকে গ্রেপ্তার করে।