সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যু’দ্ধ পরিস্থিতিতেই কিয়েভের অনেক থিয়েটার খু’ল’লো, সবগুলোই হাউজফুল

বিগত কয়েক মাস ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। যদিও রাশিয়ার কাছে কিছুতেই পরাজয় স্বীকার করতে নারাজ ইউক্রেন বাহিনী। রাশিয়ার সেনাকে তাড়িয়ে কিভের আশেপাশে সমস্ত এলাকা আবার দখল করে নিয়েছে ইউক্রেন সেনা‌।

এই পরিস্থিতিতে কিভের ঐতিহ্যবাহী থিয়েটার অন পোডিল খুলে দেওয়া হলো। প্রথমদিনের শোতে দর্শক আসন ছিল কানায় কানায় ভর্তি।

ইউক্রেনের অভিনেতা ইউরি ফেলিপেনকো বলেছেন প্রথম দিনে তিনটি নাটকের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনটা তারা নিজেরাও আশা করতে পারেননি।

আরো পড়ুন: এবার সমবায় ব্যাংকে নি’য়ো’গ দুর্নীতি, কলকাতা হাইকোর্টে দা’য়ে’র মা’ম’লা

যুদ্ধ করেছি কিন্তু খুব বেশি মানুষ আসবেন না বলে অনুমান করা হয়েছিল। কিন্তু ইউক্রেনের বাসিন্দারা হতাশ করেননি। এপ্রিল মাসের শুরুতে ইউক্রেনের প্রত্যাঘাতে কিভ থেকে অনেকটা পিছনে সরে যেতে বাধ্য হয় রাশিয়ার সেনাবাহিনী।

আমেরিকার দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে রাশিয়াকে প্রত্যাঘাত করেছে ইউক্রেন। রাশিয়ার সুখোই এবং মিগ যুদ্ধবিমান পরাস্ত হয়েছে।

এই পরিচালিত এমনি এ মাসের শেষের দিকে ন্যাশনাল অপেরা এবং মুভি থিয়েটার খুলে দেওয়া হয়। এবার ইউক্রেন সরকার থিয়েটার অন পোডিল খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেয়।