সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেরি করে বর্ষা বিদায় নেওয়ায় বাড়ছে চি’ন্তা! পুজোতে বৃষ্টি হওয়া নিয়ে বিশেষ বা’র্তা হাওয়া অফিসের

বিগত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে ভাসছে পশ্চিমবঙ্গ। এদিকে আবার সামনেই পুজো। কাজেই পুজোর মরসুমে বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বিগত কয়েক বছর ধরে পুজোতে বৃষ্টি যেন কার্যত নিয়মে পরিণত হয়েছে। আগের কয়েক বছরে বাঙালিকে বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দর্শনে বের হতে হয়েছে। এবারেও কার্যত তার অন্যথা হবে না বলেই আশঙ্কা আলিপুরের।

আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার অর্থাৎ ৬ ই অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। স্বাভাবিক সময়ের তুলনায় কার্যত দুই সপ্তাহ দেরি করে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে। অতএব অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সে ক্ষেত্রে যদি একটু এদিক-ওদিক হয় তাহলে পুজো অধিক বৃষ্টিপাত হবে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী দুইদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত চলবে। বিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা জারি করা হয়েছে। এদিকে আবার দুর্গাপুর ব্যারেজ, মাইথনের মতো জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ডিভিসি। যার ফলে জলমগ্ন একাধিক এলাকা।

হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। বীরভূমের বেশকিছু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।