সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ব্যাংকে করুন FD, দিচ্ছে মো’টা টা’কা রি’টা’র্ন, জানুন কোন ব্যাংক দি’চ্ছে বেশি সু’দ

অন্যতম একটি জনপ্রিয় স্কিম হলো ফিক্স ডিপোজিট। অনেকেই এফডি করে রাখতে পছন্দ করেন টাকা। এর অন্যতম কারণ হচ্ছে সেভিংস এর থেকে এফডি-তে সুদের হার অনেক বেশি। যেকোনো পরিস্থিতিতে আপনি এভডিতে টাকা রাখতে পারেন।চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংক আপনাকে এক কোটি পর্যন্ত জমানো টাকায় সবথেকে বেশি সুদ দিতে পারবে।

১ কোটি টাকার কম এফডি এবং ৫ বছরের এফডি-র (Fixed Deposit) সুদের হার

1 DBS ব্যাঙ্ক – 5.70% – 6.50%2 IndusInd ব্যাঙ্ক – 5.50% – 6.50%

3 RBL ব্যাঙ্ক – 5.40% – 6.50%4 Yes ব্যাঙ্ক – 5.25% – 6.50%6 IDFC FIRST ব্যাঙ্ক – 5.25% 6.00%7 Axis ব্যাঙ্ক– 4.40% – 5.75%

চলুন এবার দেখে নেয়া যাক কোন কোন সরকারি ব্যাংকে এফডি সুদের হার সবথেকে বেশি।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫.৫

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫.৩

পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক ৫.৩

ব্যাঙ্ক অফ বরোদা ৫.২৫

সাধারণত এফডি দু রকমের হয়। কিউমুলেটিভ এফডি এবং নন কিউমুলেটিভ এফডি। এখানে ত্রৈমাসিক অথবা বার্ষিক হিসেবে সুদ পাওয়া যায়। রেগুলার ইন্টারভেলেও সুদ নিতে পারেন, যে কোন ব্যাংকে এফডি করার আগে ব্রাঞ্চে গিয়ে বিস্তারিত জেনে নিন।আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা নিয়ম হয়। সুদের হার টাকা এবং সময়ের উপর নির্ভর করে বদলে যেতে পারে।